Sonam Kapoor: দিল্লির ‘পৃথ্বীরাজ’-এ অবস্থিত সোনম-আনন্দের বিলাশবহুল প্রাসাদের দামে তৈরি হতে পারে ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি

Sonam Kapoor: দিল্লিতে একটি বিলাশবহুল বাংলো আছে সোনমের শ্বশুরবাড়ির। বিলাশবহুল সেই বাংলো একবার ঘুরে দেখবেন নাকি?

| Edited By: | Updated on: Sep 19, 2022 | 9:12 PM
সদ্য মা হয়েছেন সোনম কাপুর। লন্ডনে জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। পুত্রের নামকরণ নিয়ে এখন ব্যস্ত আছেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা। কিন্তু জানেন কী, দিল্লিতে একটি বিলাশবহুল বাংলো আছে সোনমের শ্বশুরবাড়ির। বিলাশবহুল সেই বাংলো একবার ঘুরে দেখবেন নাকি?

সদ্য মা হয়েছেন সোনম কাপুর। লন্ডনে জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। পুত্রের নামকরণ নিয়ে এখন ব্যস্ত আছেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা। কিন্তু জানেন কী, দিল্লিতে একটি বিলাশবহুল বাংলো আছে সোনমের শ্বশুরবাড়ির। বিলাশবহুল সেই বাংলো একবার ঘুরে দেখবেন নাকি?

1 / 7
অভিনেত্রীর পাশাপাশি, সোনম কাপুর এক 'ফ্যাশনিস্তা'। তাঁর ফ্যাশনের তারিফ করেন সকলেই। কিন্তু জানেন কি, তাঁর দিল্লির শ্বশুরালয় কোনও রাজপ্রাসাদের চেয়ে কম সুন্দর নয়।

অভিনেত্রীর পাশাপাশি, সোনম কাপুর এক 'ফ্যাশনিস্তা'। তাঁর ফ্যাশনের তারিফ করেন সকলেই। কিন্তু জানেন কি, তাঁর দিল্লির শ্বশুরালয় কোনও রাজপ্রাসাদের চেয়ে কম সুন্দর নয়।

2 / 7
৩১৭০ স্কোয়্যার ইয়ার্ড জুড়ে তৈরি সোনমদের অট্টালিকার দাম জানেন কত? ১৭৩ কোটি টাকা। আহুজারা সেই বাড়িটি কিনেছিলেন ২০১৫ সালে।

৩১৭০ স্কোয়্যার ইয়ার্ড জুড়ে তৈরি সোনমদের অট্টালিকার দাম জানেন কত? ১৭৩ কোটি টাকা। আহুজারা সেই বাড়িটি কিনেছিলেন ২০১৫ সালে।

3 / 7
দিল্লির অন্যতম অভিজাত এলাকা 'পৃথ্বীরাজ'-এ রয়েছে এই সম্পত্তি। একা সোনমরা নন, দেশের তামাম বড় ব্যবসায়ীরা থাকেন সেই এলাকায়। রাজপ্রাসাদের মতো বাড়ির কিছু ছবি ইনস্টাগ্রামে আগেই পোস্ট করে রেখেছিলেন সোনম।

দিল্লির অন্যতম অভিজাত এলাকা 'পৃথ্বীরাজ'-এ রয়েছে এই সম্পত্তি। একা সোনমরা নন, দেশের তামাম বড় ব্যবসায়ীরা থাকেন সেই এলাকায়। রাজপ্রাসাদের মতো বাড়ির কিছু ছবি ইনস্টাগ্রামে আগেই পোস্ট করে রেখেছিলেন সোনম।

4 / 7
বাড়িটি বিলাশবহুল ঠিকই, বৈভব ছড়িয়ে আছে সর্বত্রই। কিন্তু সেখানে সাধারণত্বও আছে। সাধারণ মানুষের ব্যবহৃত কিছু জিনিস চোখে পড়ে যাবে সেই অট্টালিকায়। যেমন অতি সাধারণ বই রাখার জায়গা।

বাড়িটি বিলাশবহুল ঠিকই, বৈভব ছড়িয়ে আছে সর্বত্রই। কিন্তু সেখানে সাধারণত্বও আছে। সাধারণ মানুষের ব্যবহৃত কিছু জিনিস চোখে পড়ে যাবে সেই অট্টালিকায়। যেমন অতি সাধারণ বই রাখার জায়গা।

5 / 7
আনন্দের জুতোর খুব শখ। এই হল তাঁর জুতো রাখার জায়গা। থাকে-থাকে সাজানো থাকে জুতো জোড়া।

আনন্দের জুতোর খুব শখ। এই হল তাঁর জুতো রাখার জায়গা। থাকে-থাকে সাজানো থাকে জুতো জোড়া।

6 / 7
প্রাসাদসম বাড়ির রান্নাঘরে মাঝেমধ্যেই রানা করেন সোনম। একদিন তিনি রান্না করছিলেন। আনন্দই সেই ছবি তুলে দিয়েছিলেন সোনমকে।

প্রাসাদসম বাড়ির রান্নাঘরে মাঝেমধ্যেই রানা করেন সোনম। একদিন তিনি রান্না করছিলেন। আনন্দই সেই ছবি তুলে দিয়েছিলেন সোনমকে।

7 / 7
Follow Us: