Actor Govinda: ২০১৭-ই বদলে দেয় জীবন, ৮০’র দশকের সুপারস্টার গোবিন্দা কেন হয়ে পড়েন ‘নিঃসঙ্গ সম্রাট’?

Actor Govinda: গোবিন্দার বিরুদ্ধে ২০১৭ সালেই ওঠে এল বিস্ফোরক অভিযোগ। পাশ থেকে সরে যায় কাছের বন্ধুরাও। আর তিনিও হয়ে পড়েন একা। কী ঘটেছিল তাঁর সঙ্গে?

| Edited By: | Updated on: Jun 10, 2022 | 9:13 AM
এক সময় শো-বিজ কাঁপাতেন তিনি। তাঁর নাচের স্টাইল, কমিক টাইমিং ছিল 'টক অব দ্য টাউন'। কিন্তু এখন রাজ্যপাট অস্তমিত। কথা হচ্ছে ৮০'র দশকে বলিউডের হিরো গোবিন্দার। এ হেন গোবিন্দার বিরুদ্ধে ২০১৭ সালেই ওঠে এল বিস্ফোরক অভিযোগ। পাশ থেকে সরে যায় কাছের বন্ধুরাও। আর তিনিও হয়ে পড়েন একা। কী ঘটেছিল তাঁর সঙ্গে?

এক সময় শো-বিজ কাঁপাতেন তিনি। তাঁর নাচের স্টাইল, কমিক টাইমিং ছিল 'টক অব দ্য টাউন'। কিন্তু এখন রাজ্যপাট অস্তমিত। কথা হচ্ছে ৮০'র দশকে বলিউডের হিরো গোবিন্দার। এ হেন গোবিন্দার বিরুদ্ধে ২০১৭ সালেই ওঠে এল বিস্ফোরক অভিযোগ। পাশ থেকে সরে যায় কাছের বন্ধুরাও। আর তিনিও হয়ে পড়েন একা। কী ঘটেছিল তাঁর সঙ্গে?

1 / 6
২০১৭ সালে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন বলিউডে নিজের ছাপ আরও এক বার প্রতিষ্ঠিত করতে। ছবির অফারও পেয়েছিলেন বেশ কিছু। কিন্তু হঠাৎই ছবি থেকেই বাদ পড়তে শুরু করেন তিনি। কী ছিল নেপথ্যে? ষড়যন্ত্র?

২০১৭ সালে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন বলিউডে নিজের ছাপ আরও এক বার প্রতিষ্ঠিত করতে। ছবির অফারও পেয়েছিলেন বেশ কিছু। কিন্তু হঠাৎই ছবি থেকেই বাদ পড়তে শুরু করেন তিনি। কী ছিল নেপথ্যে? ষড়যন্ত্র?

2 / 6
অনুরাগ বসুর ছবি 'জগগা জাসুস' থেকে বাদ পড়েন গোবিন্দা। এমনকি যে পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন সেই ডেভিডও মুখ ফিরিয়ে নেন। প্রতিজ্ঞা করেন আর কখনও কাজ করবেন না গোবিন্দার সঙ্গে। অনুরাগ আঙুল তোলেন সেটে তাঁর ব্যবহারের দিকে। হাতছাড়া হয় আরও বহু ছবি। সবারই এক অভিযোগ ছিল, সেটে নাকি তিনি চূড়ান্ত অপেশাদার।

অনুরাগ বসুর ছবি 'জগগা জাসুস' থেকে বাদ পড়েন গোবিন্দা। এমনকি যে পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন সেই ডেভিডও মুখ ফিরিয়ে নেন। প্রতিজ্ঞা করেন আর কখনও কাজ করবেন না গোবিন্দার সঙ্গে। অনুরাগ আঙুল তোলেন সেটে তাঁর ব্যবহারের দিকে। হাতছাড়া হয় আরও বহু ছবি। সবারই এক অভিযোগ ছিল, সেটে নাকি তিনি চূড়ান্ত অপেশাদার।

3 / 6
আর গোবিন্দা? তাঁর কী বক্তব্য ছিল? এত বছর নীরব থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন তিনিও। জানিয়েছেন কষ্টের কথা। তাঁর কথায়, "যখন তুমি সাফল্য পাও তখন অনেক মানুষ তোমায় নিচে নামানোর চেষ্টা করে। আমি ১৪-১৫ বছর ধরে কেরিয়ারের শীর্ষে ছিলাম। কেউ আমার বিরুদ্ধে একটা কথাও বলেনি তখন"।

আর গোবিন্দা? তাঁর কী বক্তব্য ছিল? এত বছর নীরব থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন তিনিও। জানিয়েছেন কষ্টের কথা। তাঁর কথায়, "যখন তুমি সাফল্য পাও তখন অনেক মানুষ তোমায় নিচে নামানোর চেষ্টা করে। আমি ১৪-১৫ বছর ধরে কেরিয়ারের শীর্ষে ছিলাম। কেউ আমার বিরুদ্ধে একটা কথাও বলেনি তখন"।

4 / 6
এখানেই না থেমে গোবিন্দা যোগ করেন, "এটাই হল ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে প্রতি মুহূর্তে মানুষ রঙ বদলায়। আমি সবটাই দেখছিলাম। কিন্তিউ কিছুই করতে পারিনি। তাই আর কিছু করিওনি। কিছু বলিওনি"।

এখানেই না থেমে গোবিন্দা যোগ করেন, "এটাই হল ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে প্রতি মুহূর্তে মানুষ রঙ বদলায়। আমি সবটাই দেখছিলাম। কিন্তিউ কিছুই করতে পারিনি। তাই আর কিছু করিওনি। কিছু বলিওনি"।

5 / 6
কেরিয়ার শুরু করেছিলেন 'লাভ ৮৬' ছবি দিয়ে। এর পর একে একে 'ইলজাম', 'আঁখে', 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' থেকে শুরু করে 'রাজা বাবু', 'হিরো নম্বর ওয়ান'-- তাঁর হিটের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আশা তিনি ছাড়েননি। কাজের মধ্যেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চান 'ছোটে মিয়াঁ'।

কেরিয়ার শুরু করেছিলেন 'লাভ ৮৬' ছবি দিয়ে। এর পর একে একে 'ইলজাম', 'আঁখে', 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' থেকে শুরু করে 'রাজা বাবু', 'হিরো নম্বর ওয়ান'-- তাঁর হিটের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আশা তিনি ছাড়েননি। কাজের মধ্যেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চান 'ছোটে মিয়াঁ'।

6 / 6
Follow Us: