Abhishek Chatterjee Demise: অভিষেক চট্টোপাধ্যায়ের বিয়ের দিনটি কেমন ছিল, ইন্ডাস্ট্রির কারা ছিলেন হাজির?

মৃত্যুর বেশ কয়েকদিন পার হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের। সামাজিক মাধ্যমে স্মৃতিচারণার বহরও কিছুটা হলেও গিয়েছে কমে। তবু হঠাৎ করেই ভাইরাল অভিনেতার বিয়ের দিনের একগুচ্ছ ছবি। পাজামা পাঞ্জাবিতে তিনি নতুন বর। সঙ্গে লাল বেনারসীতে স্ত্রী সংযুক্তা।

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:10 PM
কবি বলেছেন, শোকের আয়ু বড় কম। মৃত্যুর বেশ কয়েকদিন পার হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের। সামাজিক মাধ্যমে স্মৃতিচারণার বহরও কিছুটা হলেও গিয়েছে কমে। তবু হঠাৎ করেই ভাইরাল অভিনেতার বিয়ের দিনের একগুচ্ছ ছবি। পাজামা পাঞ্জাবিতে তিনি নতুন বর। সঙ্গে লাল বেনারসীতে স্ত্রী সংযুক্তা।

কবি বলেছেন, শোকের আয়ু বড় কম। মৃত্যুর বেশ কয়েকদিন পার হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের। সামাজিক মাধ্যমে স্মৃতিচারণার বহরও কিছুটা হলেও গিয়েছে কমে। তবু হঠাৎ করেই ভাইরাল অভিনেতার বিয়ের দিনের একগুচ্ছ ছবি। পাজামা পাঞ্জাবিতে তিনি নতুন বর। সঙ্গে লাল বেনারসীতে স্ত্রী সংযুক্তা।

1 / 9
অভিনেতার বিয়ের দিনে কারা ছিলেন হাজির? কে পরেছিলেন কেমন পোশাক? এ সবই অতীত ঘেঁটে রাখা রইল আপনাদের জন্য। প্রিয় অভিনেতার জীবনের বিশেষ দিনের না হয় আর একবার ঝালিয়ে নিন টিভিনাইন বাংলার সঙ্গেই। ২০০৮ সালে বিয়ে হয় অভিষেকের। প্রেমের বিবাহ নয়।

অভিনেতার বিয়ের দিনে কারা ছিলেন হাজির? কে পরেছিলেন কেমন পোশাক? এ সবই অতীত ঘেঁটে রাখা রইল আপনাদের জন্য। প্রিয় অভিনেতার জীবনের বিশেষ দিনের না হয় আর একবার ঝালিয়ে নিন টিভিনাইন বাংলার সঙ্গেই। ২০০৮ সালে বিয়ে হয় অভিষেকের। প্রেমের বিবাহ নয়।

2 / 9
শোনা যায়, এক সময় নাকি বিয়ে না করারই পরিকল্পনা নিয়েছিলেন তিনি। অবশেষে বিধি বাম, বিয়ে হয়, হয় বেশ জাঁকজমকের সঙ্গেই। একেবারে হিন্দু মতে সমস্ত নিয়ম মেনেই হয়েছিল বিয়ের যাবতীয় আচার। পোশাক আশাক ও একেবারেই ট্র্যাডিশনাল। স্ত্রীর সঙ্গে খানিক ম্যাচিং করেই বিয়ের সাজ সেজেছিলেন তিনি

শোনা যায়, এক সময় নাকি বিয়ে না করারই পরিকল্পনা নিয়েছিলেন তিনি। অবশেষে বিধি বাম, বিয়ে হয়, হয় বেশ জাঁকজমকের সঙ্গেই। একেবারে হিন্দু মতে সমস্ত নিয়ম মেনেই হয়েছিল বিয়ের যাবতীয় আচার। পোশাক আশাক ও একেবারেই ট্র্যাডিশনাল। স্ত্রীর সঙ্গে খানিক ম্যাচিং করেই বিয়ের সাজ সেজেছিলেন তিনি

3 / 9
 পরেছিলেন পাঞ্জাবি আর সংযুক্তার গা ভর্তি সোনার গয়না সঙ্গে লাল ব্লাউজ ও লাল বেনারসী। হাজির ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এমনকি স্বামী সিঁদুর পরাবার পর সংযুক্তার মাথায় লজ্জাবস্ত্রটি পর্যন্ত ধরে থাকতে দেখা গিয়েছিল অর্পিতাকেই।

পরেছিলেন পাঞ্জাবি আর সংযুক্তার গা ভর্তি সোনার গয়না সঙ্গে লাল ব্লাউজ ও লাল বেনারসী। হাজির ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এমনকি স্বামী সিঁদুর পরাবার পর সংযুক্তার মাথায় লজ্জাবস্ত্রটি পর্যন্ত ধরে থাকতে দেখা গিয়েছিল অর্পিতাকেই।

4 / 9
শুধু কি তাঁরা? ইন্ডাস্ট্রির দুই মজার মানুষকেও দেখা গিয়েছিল ওই দিন। শুভাশিষ মুখোপাধ্যায় ও চিন্ময় রায়কে। তাঁদের সঙ্গে যে অভিষেকের সম্পর্ক ছিল বহুদিনের। একসঙ্গে স্টেজ ভাগ করে নেওয়া। একসঙ্গে অভিনয় করা। তাই ওই দিনও দুজনের মুখেই ছিল চওড়া হাসি।

শুধু কি তাঁরা? ইন্ডাস্ট্রির দুই মজার মানুষকেও দেখা গিয়েছিল ওই দিন। শুভাশিষ মুখোপাধ্যায় ও চিন্ময় রায়কে। তাঁদের সঙ্গে যে অভিষেকের সম্পর্ক ছিল বহুদিনের। একসঙ্গে স্টেজ ভাগ করে নেওয়া। একসঙ্গে অভিনয় করা। তাই ওই দিনও দুজনের মুখেই ছিল চওড়া হাসি।

5 / 9
এখানেই বা শেষ কোথায়? হারাধন বন্দ্যোপাধ্যায় থেকে লাবনি সরকার-- উপস্থিত ছিলেন তাঁরাও। শতাব্দী রায় ও অভিষেক ছিলেন একই আবাসনের বাসিন্দা। হাজির ছিলেন তিনিও। ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই সদ্ভাব ছিল অভিষেকের। অভিমান থাকলেও তা ছিল নেহাতই ব্যক্তিগত।

এখানেই বা শেষ কোথায়? হারাধন বন্দ্যোপাধ্যায় থেকে লাবনি সরকার-- উপস্থিত ছিলেন তাঁরাও। শতাব্দী রায় ও অভিষেক ছিলেন একই আবাসনের বাসিন্দা। হাজির ছিলেন তিনিও। ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই সদ্ভাব ছিল অভিষেকের। অভিমান থাকলেও তা ছিল নেহাতই ব্যক্তিগত।

6 / 9
রচনা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিজের দাদার চোখে দেখতেন, অন্যদিকে তাপস পালের স্ত্রী আদর করে অভিষেক চট্টোপাধ্যায়কে ডাক্তেন মিঠাই বলে। একজনের দাদা ও অন্যজনের ভাই, রক্তের সম্পর্ক ছিল না ঠিকই ছিল আত্মার বন্ধন। অ্যা

রচনা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিজের দাদার চোখে দেখতেন, অন্যদিকে তাপস পালের স্ত্রী আদর করে অভিষেক চট্টোপাধ্যায়কে ডাক্তেন মিঠাই বলে। একজনের দাদা ও অন্যজনের ভাই, রক্তের সম্পর্ক ছিল না ঠিকই ছিল আত্মার বন্ধন। অ্যা

7 / 9
আর সেই টানেই হাজির ছিলেন তাঁরাও। আজ যদিও সবই স্মৃতি। স্ত্রী আর ছোট্ট মেয়েকে একলা করে তিনি চলে গিয়েছেন। মেয়ের জন্য বাঁচতে চেয়েছিলেন। ফেসবুক জুড়েও মেয়েরই ছবি।

আর সেই টানেই হাজির ছিলেন তাঁরাও। আজ যদিও সবই স্মৃতি। স্ত্রী আর ছোট্ট মেয়েকে একলা করে তিনি চলে গিয়েছেন। মেয়ের জন্য বাঁচতে চেয়েছিলেন। ফেসবুক জুড়েও মেয়েরই ছবি।

8 / 9
তাঁর নিথর দেহের সামনে বসে যখন স্ত্রী সংযুক্তা একটানা কেঁদে চলেছিলেন ছোট্ট হাত দিয়ে মায়ের চোখের জন মুছিয়ে দিচ্ছিল ছোট্ট মেয়েই। বাবা দায়িত্ব দিয়ে গিয়েছে তাঁকে। অনেক বড় দায়িত্ব... তা যে এখন পূরণ করার পালা...।

তাঁর নিথর দেহের সামনে বসে যখন স্ত্রী সংযুক্তা একটানা কেঁদে চলেছিলেন ছোট্ট হাত দিয়ে মায়ের চোখের জন মুছিয়ে দিচ্ছিল ছোট্ট মেয়েই। বাবা দায়িত্ব দিয়ে গিয়েছে তাঁকে। অনেক বড় দায়িত্ব... তা যে এখন পূরণ করার পালা...।

9 / 9
Follow Us: