AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hayley Matthews: WPL-এ প্রথম ছয় হাঁকানোর রেকর্ড, মুম্বই ইন্ডিয়ান্স পেল নতুন পোলার্ড

মেয়েদের প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের ব্যাটেও আইপিএলের মতো ধামাকা দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউজের কথাই ধরা যাক। প্রথম দিন থেকে ব্যাটে-বলে কামাল দেখিয়েছেন হেলি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সকে পয়েন্ট টেবিলে WPL-এর শীর্ষে থাকতে সাহায্য করেছে।

| Edited By: | Updated on: Mar 08, 2023 | 9:02 AM
Share
আইপিএলের মতো ডব্লিউপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের দাপট। মেয়েদের প্রিমিয়র লিগে টানা দুটি ম্যাচে জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই। দলের ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স এই জয়ে অনেকটা সাহায্য করেছে। দলের অন্যতম শক্তি অলরাউন্ডার হেলি ম্যাথিউজ। (ছবি:টুইটার)

আইপিএলের মতো ডব্লিউপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের দাপট। মেয়েদের প্রিমিয়র লিগে টানা দুটি ম্যাচে জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই। দলের ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্স এই জয়ে অনেকটা সাহায্য করেছে। দলের অন্যতম শক্তি অলরাউন্ডার হেলি ম্যাথিউজ। (ছবি:টুইটার)

1 / 8
১৭৯.৭১ স্ট্রাইক রেটে দুটি ম্যাচে হেলির রান সংখ্যা ১২৪। দুটি ম্যাচেই তাঁর হাঁকানো বাউন্ডারির সংখ্যা ১৬টি। রয়েছে ৫টি ছক্কা। (ছবি:টুইটার)

১৭৯.৭১ স্ট্রাইক রেটে দুটি ম্যাচে হেলির রান সংখ্যা ১২৪। দুটি ম্যাচেই তাঁর হাঁকানো বাউন্ডারির সংখ্যা ১৬টি। রয়েছে ৫টি ছক্কা। (ছবি:টুইটার)

2 / 8
এখানেই শেষ নয়। বল হাতেও কামাল তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন হেলি। (ছবি:টুইটার)

এখানেই শেষ নয়। বল হাতেও কামাল তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন হেলি। (ছবি:টুইটার)

3 / 8
২৪ বছরের হেলি ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। তুখোড় ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বল করেন। (ছবি:টুইটার)

২৪ বছরের হেলি ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। তুখোড় ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বল করেন। (ছবি:টুইটার)

4 / 8
ডব্লিউপিএলে ব্যাটে-বলে ইতিহাস গড়েছেন হেলি। মেয়েদের প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম ছয় হাঁকিয়েছেন তিনি। (ছবি:টুইটার)

ডব্লিউপিএলে ব্যাটে-বলে ইতিহাস গড়েছেন হেলি। মেয়েদের প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম ছয় হাঁকিয়েছেন তিনি। (ছবি:টুইটার)

5 / 8
আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে স্মৃতি মান্ধানা, হেদার নাইট ও রিচা ঘোষের উইকেট নেন। ব্যাটিং তো জবাব নেই। ৩৮ বলে ১৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর মতো পাওয়ারপুল শট আরসিবির ব্যাটারদের খেলতে দেখা যায়নি। (ছবি:টুইটার)

আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে স্মৃতি মান্ধানা, হেদার নাইট ও রিচা ঘোষের উইকেট নেন। ব্যাটিং তো জবাব নেই। ৩৮ বলে ১৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর মতো পাওয়ারপুল শট আরসিবির ব্যাটারদের খেলতে দেখা যায়নি। (ছবি:টুইটার)

6 / 8
 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কায়রন পোলার্ড যে ভূমিকা নেন, হেলি ম্যাথিউজকেও সেই ভূমিকায় দেখা যাচ্ছে। দু'জনই ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট অনুরাগীরা বলছেন, ডব্লিউপিএলেও একজন 'কায়রন পোলার্ড' পেয়ে গিয়েছে মুম্বই। (ছবি:টুইটার)

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কায়রন পোলার্ড যে ভূমিকা নেন, হেলি ম্যাথিউজকেও সেই ভূমিকায় দেখা যাচ্ছে। দু'জনই ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট অনুরাগীরা বলছেন, ডব্লিউপিএলেও একজন 'কায়রন পোলার্ড' পেয়ে গিয়েছে মুম্বই। (ছবি:টুইটার)

7 / 8
ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেলির আন্তর্জাতিক টি-২০তে শতরানের নজিরও রয়েছে। ডব্লিউপিএল তো এই সবে শুরু। টুর্নামেন্ট গড়াতে গড়াতে হেলির ব্যাটে আরও বড় কিছু রেকর্ড দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। (ছবি:টুইটার)

ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেলির আন্তর্জাতিক টি-২০তে শতরানের নজিরও রয়েছে। ডব্লিউপিএল তো এই সবে শুরু। টুর্নামেন্ট গড়াতে গড়াতে হেলির ব্যাটে আরও বড় কিছু রেকর্ড দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। (ছবি:টুইটার)

8 / 8