Hot Cup Of Tea: এক কাপ চুমুকেই চমক! গরম গরম চায়ের স্বাস্থ্যকর গুণ দেখলে অবাক হবেন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Apr 26, 2022 | 7:51 PM
Health Benefits: এক কাপ গরম চা আসলে একটি ট্র্যাডিশনাল মেডিসিন। এই ম্য়াজিকের মত কাজ করে এমন স্বাস্থ্যকর পানীয় বেশিদিন চিনা ও জাপানিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর পুষ্টিগুণের বহর দিকে দিকে ছড়িয়ে পড়ে।
1 / 9
সকালে উঠে বা বিকেলে মেজাজে বদল আনতে এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা চায়ে চুমুক দেওয়া বাঙালির নাকি বদ অভ্যাস! তবে এই অভ্য়াস যেন সবার হয়ে থাকে, এমনটাই চাইছেন বিশেষজ্ঞরাও।
2 / 9
এক কাপ গরম চা আসলে একটি ট্র্যাডিশনাল মেডিসিন। এই ম্য়াজিকের মত কাজ করে এমন স্বাস্থ্যকর পানীয় বেশিদিন চিনা ও জাপানিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এর পুষ্টিগুণের বহর দিকে দিকে ছড়িয়ে পড়ে।
3 / 9
চায়ের পলিফেনলগুলি আসলে বিভিন্ স্বাস্থ্য় সুবিধার জন্য পরিচিত। ক্যাটেচিন, থেফ্লাভিন এবং থ্যারুবিগিনের মতো যৌগ, যা একমাত্র চায়েই পাওয়া যায়। এটি ক্যান্সার রোধ করতে, জ্বালাভাব দূর করার জন্য কার্ডিওপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য রয়েছে।
4 / 9
ওজন কমাতে- ডায়েট তো করবেনই, সঙ্গে ওজন কমানোর জন্য সকালে উঠেই পান করুন গরম গরম চা। ক্যাটেটিন নামক চায়ের ফ্ল্যাভোনয়েড শুধু পরিপাকতন্ত্রকেই উন্নতি করে তাই নয়, অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে।
5 / 9
বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর পরিকল্পনা করে থাকলে যে কোনও ক্যালোরি-ফ্রি পানীয় খাওয়া উচিত। তার জন্য গ্রিন টি খেতে পারেন।
6 / 9
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে- গ্রিন ও ব্ল্যাক টিতে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট (পলিফেনল). যা শরীরের ক্যানসার কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গ্রিন-টি -তে রয়েছে প্রয়োজনীয় ক্যাটিচিন, যেটি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।
7 / 9
মানসিক স্বাস্থ্যের জন্য- বর্তমানে এমন কেউ নেই যিনি মানসিক চাপের মধ্যে নেই। চায়ের গঠন ও বৈশিষ্ট্য স্ট্রেস , উদ্বেগ ও মাথাব্যাথার উপশম হিসেবে ব্যবহার করা যায়। স্নায়ুর কোনও সমস্যার ঝুঁকিও কমে যায়।
8 / 9
হজমশক্তির উন্নতি- ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, আলসার ও পেট খারাপের সমস্যা ভুগলে নিয়মিত ভেষজ চা পান করতে পারেন। চায়ে রয়েছে ট্যানিন, যা অন্ত্রের সমস্যা ও জ্বালাভাল কমাতে সাহায্য করে। পেট ভাল রাখতে আদা ও পেপারমিন্ট চা খেতে পারেন।
9 / 9
হার্টের স্বাস্থ্য সুস্থ রাখতে- চায়ের মধ্য়ে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যার কারণে ধমনীর টিস্যুগুলিকে প্রশমিত করতে সাহায্য করে। তার ফলে হার্ট অ্যাটাক, রক্ত জমাট বেধে যাওয়া ও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।