মশার কামড়ে শরীর জুড়ে লাল ব়্যাশ-অ্যালার্জি? ঘরোয়া উপায়েই কমবে চুলকানি
Mosquito Bite: আপনার রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে, যা ত্বকে লাগালে সঙ্গে সঙ্গে চুলকানি, লাল ব়্যাশ এবং ফোলাভাব থেকে মুক্তি পাবেন। জানলে অবাক হবেন, আমাদের হাতের কাছেই বেশ কিছু উপাদান থাকে যেগুলির সাহায্যে এই ধরনের অস্বস্তিকর উপসর্গ থেকে রেহাই পাওয়া যায়। দেখে নেওয়া যাক সেই সব উপাদানের তালিকায় কী কী রয়েছে।
1 / 8
মশার হুল মাঝেমধ্যেই ইঞ্জেকশনের সুচের চাইতেও মারাত্মক হয়ে যায়। সেই সঙ্গে দেহে প্রবেশ করিয়ে দেয় ফরেন বডি। আর এই ধরনের ফরেন বডির সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থা লড়াই করে।
2 / 8
আর তার ফলেই ত্বকে দেখা যায় চুলকানি, লাল র্যাশ এবং ফোলাভাব। কিন্তু তা থেকে মুক্তির উপায় কী? জানলে অবাক হবেন, আমাদের হাতের কাছেই বেশ কিছু উপাদান থাকে যেগুলির সাহায্যে এই ধরনের অস্বস্তিকর উপসর্গ থেকে রেহাই পাওয়া যায়।
3 / 8
আপনার রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে, যা ত্বকে লাগালে সঙ্গে সঙ্গে চুলকানি, লাল র্যাশ এবং ফোলাভাব থেকে মুক্তি পাবেন। দেখে নেওয়া যাক সেই সব উপাদানের তালিকায় কী কী রয়েছে।
4 / 8
মধু: কামড়ের জায়গায় সামান্য মধু নিয়ে ধীর ধীরে আঙুল দিয়ে বোলান। স্বস্তি পাবেন। অ্যান্টিসেপটিক গুণ রয়েছে মধুর। ফলে প্রদাহ এবং চুলকানি কমাতে সক্ষম মধু।
5 / 8
এছাড়া মশার কামড়ে ও চুলকানির চোটে কোনও সংক্রমণ হলে তাও প্রতিরোধ করতে পারে মধু। আর লাল র্যাশ এবং ফোলাভাব বাড়তে দেয় না। অনেকেরই মশা কামড়ানোর জায়গাটা কালো দাগ হয়ে যায়। মধু লাগালে সেই সমস্যাও হয় না।
6 / 8
ঠান্ডা টি ব্যাগ: ঠান্ডা গ্রিন টি ব্যাগ নিয়ে লাগাতে পারেন কামড়ের অংশে। গ্রিন টি-এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে দ্রুত ফোলা ও লাল ভাব কমে যাবে। হ্রাস পাবে চুলকানি।
7 / 8
অ্যালকোহল: সামান্য অ্যালকোহল দিয়ে আক্রান্ত জায়গায় হালকা ম্যাসাজ করুন। নিমিষে চুলকানি কমাতে সক্ষম অ্যালকোহল। তবে বেশি মাত্রায় অ্যালকোহল ব্যবহার না করাই উচিত।
8 / 8
অ্যালোভেরা: অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে অ্যালোভেরায়। ফলে মশার কামড়ের জায়গায় সামান্য মাত্রাতে হলেও অ্যালভেরা জেল ব্যবহার করলে চুলকানি কমে যায়।