কানে সামান্য ব্যথাতেও অবহেলা নয়, বড়সড় রোগ বাসা বাঁধেনি তো শরীরে?

Mar 27, 2024 | 1:55 PM

Ear Pain: ঠান্ডা লাগলে অনেকেরই কানে ব্য়থা শুরু হয়। কিন্তু এমনটা যদি সব সময় হতেই থাকে, তাহলে সতর্ক হোন। হতে পারে বড় কোনও বিপদ আসছে সামনে। কানের ব্যথা থেকে মুক্তি পেতে, অনেকেই আয়ুর্বেদের সাহায্য নেয় বা ব্যথার ওষুধ খায়। কিন্তু কখনও কখনও এই ব্যথা সেরে গেলেও পরে ডেকে আনে গুরুতর রোগ।

1 / 8
ঠান্ডা লাগলে অনেকেরই কানে ব্য়থা শুরু হয়। কিন্তু এমনটা যদি সব সময় হতেই থাকে, তাহলে সতর্ক হোন। হতে পারে বড় কোনও বিপদ আসছে সামনে।

ঠান্ডা লাগলে অনেকেরই কানে ব্য়থা শুরু হয়। কিন্তু এমনটা যদি সব সময় হতেই থাকে, তাহলে সতর্ক হোন। হতে পারে বড় কোনও বিপদ আসছে সামনে।

2 / 8
কানের ব্যথা থেকে মুক্তি পেতে, অনেকেই আয়ুর্বেদের সাহায্য নেয় বা ব্যথার ওষুধ খায়। কিন্তু কখনও কখনও এই ব্যথা সেরে গেলেও পরে ডেকে আনে গুরুতর রোগ।

কানের ব্যথা থেকে মুক্তি পেতে, অনেকেই আয়ুর্বেদের সাহায্য নেয় বা ব্যথার ওষুধ খায়। কিন্তু কখনও কখনও এই ব্যথা সেরে গেলেও পরে ডেকে আনে গুরুতর রোগ।

3 / 8
কানের ব্যথা যদি এক বা ২ দিনের বেশি সময় ধরে চলতেই থাকে, তবে এটি উপেক্ষা না করে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন।

কানের ব্যথা যদি এক বা ২ দিনের বেশি সময় ধরে চলতেই থাকে, তবে এটি উপেক্ষা না করে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন।

4 / 8
কানে ব্যথার সমস্যা থাকলে জল ও শ্যাম্পু যাতে কোনওভাবেই কানে না লাগে তার দিকে নজর দিন। অনেক সময় কানে জল গেলেও ব্যথা শুরু হয়।

কানে ব্যথার সমস্যা থাকলে জল ও শ্যাম্পু যাতে কোনওভাবেই কানে না লাগে তার দিকে নজর দিন। অনেক সময় কানে জল গেলেও ব্যথা শুরু হয়।

5 / 8
স্নান করার সময় কানে তুলো গুজে রাখবেন। এতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।

স্নান করার সময় কানে তুলো গুজে রাখবেন। এতে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।

6 / 8
অনেক সময় গলা ব্যথার কারণেও কানে ব্যথা শুরু হয়। কানে ব্যথার অনেক কারণ থাকতে পারে। এই সমস্যা এড়াতে সর্দি-কাশি যাতে না হয়, সেই দিকে নজর রাখতে হবে।

অনেক সময় গলা ব্যথার কারণেও কানে ব্যথা শুরু হয়। কানে ব্যথার অনেক কারণ থাকতে পারে। এই সমস্যা এড়াতে সর্দি-কাশি যাতে না হয়, সেই দিকে নজর রাখতে হবে।

7 / 8
আর এই ব্যথা প্রথম থেকে এড়িয়ে গেলে পড়ে অনেকের কান দিয়ে পুঁজ বেরোয়। শুধু তাই নয়, কান দিয়ে পুঁজ বেরনোর সঙ্গে সঙ্গে রক্তও পড়তে থাকে।

আর এই ব্যথা প্রথম থেকে এড়িয়ে গেলে পড়ে অনেকের কান দিয়ে পুঁজ বেরোয়। শুধু তাই নয়, কান দিয়ে পুঁজ বেরনোর সঙ্গে সঙ্গে রক্তও পড়তে থাকে।

8 / 8
এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে কানের ভিতর কোনও ইনফেকশন বা ঘা হয়েছে।

এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। হতে পারে কানের ভিতর কোনও ইনফেকশন বা ঘা হয়েছে।

Next Photo Gallery