গরমে দিনভর বোতল বোতল জল খাচ্ছেন? সঠিক নিয়ম না জানলে বিপদ আসন্ন!
Health Tips: রোজ নিয়ম করে যতটা জল খাওয়ার কথা ততটাই খাচ্ছেন। এক কথায় সুস্থ থাকতে সঠিক পরিমাণে জল খাচ্ছেন। চিকিৎসক, ডায়েটেশিয়ান, বিউটিশিয়ানের পরামর্শ মেনেই। আপনার চুল, ত্বক এবং শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্যও মেপে জল খাওয়া উচিত, তা আর নতুন করে বলার থাকে না।
1 / 8
রোজ নিয়ম করে যতটা জল খাওয়ার কথা ততটাই খাচ্ছেন। এক কথায় সুস্থ থাকতে সঠিক পরিমাণে জল খাচ্ছেন। চিকিৎসক, ডায়েটেশিয়ান, বিউটিশিয়ানের পরামর্শ মেনেই।
2 / 8
আপনার চুল, ত্বক এবং শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্যও মেপে জল খাওয়া উচিত, তা আর নতুন করে বলার থাকে না।
3 / 8
কিন্তু প্রশ্ন হল জল তো খাচ্ছেন, খাওয়ার সঠিক উপায় জানেন কি? কতটাই বা জল খাওয়া উচিত প্রতিদিন? এই ব্যাপারে অনেকেরই সঠিক ধারণা থাকে না।
4 / 8
আজ এই সব প্রশ্নের উত্তর জেনে নিন। প্রথমেই যেটা আপনাকে মনে রাখতে হবে তা হল শুয়ে কখনই জল খাবেন না। জল সব সময় বসেই খাওয়া উচিত।
5 / 8
খুব তেষ্টা পেয়েছে বলে একসঙ্গে অনেকটা জল খাবেন না। এতে গা-গোলানোর মতো সমস্যা দেখা দিতে পারে। ভরা পেটে খুব বেশি জল না খাওয়াই ভাল।
6 / 8
খালি পেটেও যদি আপনি একবারে অনেকটা জল খেলে বমি হয়ে যেতে পারে। খাওয়ার আগে বা পরে সঙ্গে সঙ্গে জল খাবেন না। খাওয়ার কিছুক্ষণ আগে জল খান।
7 / 8
আবার খাওয়ার শেষের হলেও নির্দিষ্ট সময় পর জল খাবেন। খাওয়ার শেষ পাতে সঙ্গে সঙ্গে জল না খাওয়াই ভাল। খাবার খেতে খেতেও জল খাবেন না।
8 / 8
অনেকেরই বিশেষ করে গরম কালে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস থাকে। একদম সরাসরি ফ্রিজের জলও অনেকেই খেয়ে থাকেন। এই অভ্যাস একেবারেই ঠিক না।