Karwa Chauth 2022: বিরাট কোহলি থেকে করণ সিং গ্রোভার, স্ত্রীর লম্বা আয়ু কামনায় সারাদিন উপবাস করেন এই ৬ পুরুষ সেলেব

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 13, 2022 | 8:26 PM

Karwa Chauth 2022: কেবল মহিলারা নন, পুরুষ তারকারাও পালন করেন কারওয়া চৌথের রীতিনীতি। নির্জলা উপবাস করেন স্ত্রীর আয়ুবৃদ্ধির জন্য।

1 / 6
অভিষেক বচ্চন - নিজের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে বড্ড ভালবাসেন অভিষেক বচ্চন। বিয়ের সময়ই শপথ নিয়েছিলেন, প্রত্যেক কারওয়া চৌথে স্ত্রীর জন্য উপোস করবেন।

অভিষেক বচ্চন - নিজের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে বড্ড ভালবাসেন অভিষেক বচ্চন। বিয়ের সময়ই শপথ নিয়েছিলেন, প্রত্যেক কারওয়া চৌথে স্ত্রীর জন্য উপোস করবেন।

2 / 6
আয়ুষ্মান খুরানা - সমতায় বিশ্বাস করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কেবল বিশ্বাস করেন না, নিজ জীবনে তা অভ্যাসও করেন। তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন একটা সময়। সে সময় ওষুধ খেতেন বলে কারওয়া চৌথের উপোস করতে পারতেন না। সেই সময় উপোস করতেন আয়ুষ্মান। তাহিরার সুস্থতার জন্য তিনি উপবাস রাখতেন কারওয়া চৌথে।

আয়ুষ্মান খুরানা - সমতায় বিশ্বাস করেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। কেবল বিশ্বাস করেন না, নিজ জীবনে তা অভ্যাসও করেন। তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন একটা সময়। সে সময় ওষুধ খেতেন বলে কারওয়া চৌথের উপোস করতে পারতেন না। সেই সময় উপোস করতেন আয়ুষ্মান। তাহিরার সুস্থতার জন্য তিনি উপবাস রাখতেন কারওয়া চৌথে।

3 / 6
করণ সিং গ্রোভার - করণ সিং গ্রোভার ও বিপাশা বসুর প্রথম সন্তান জন্ম নিতে চলেছে। চার বছর আগে বিয়ে হয়েছে তাঁদের। শুরু থেকেই একে-অপরের জন্য উপোস করেন করণ-বিপাশা।

করণ সিং গ্রোভার - করণ সিং গ্রোভার ও বিপাশা বসুর প্রথম সন্তান জন্ম নিতে চলেছে। চার বছর আগে বিয়ে হয়েছে তাঁদের। শুরু থেকেই একে-অপরের জন্য উপোস করেন করণ-বিপাশা।

4 / 6
তবে দীপিকা পাড়ুকোন বি-টাউনের বরাবরই ব্যস্ততম নায়িকা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যেই একে একে সেলিব্রেশনের পালা। চার বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

তবে দীপিকা পাড়ুকোন বি-টাউনের বরাবরই ব্যস্ততম নায়িকা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্যেই একে একে সেলিব্রেশনের পালা। চার বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

5 / 6
রাজ কুন্দ্রা - শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজও কিন্তু শিল্পার জন্য কারওয়া চৌথে উপোস করে থাকেন সারাদিন।

রাজ কুন্দ্রা - শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। রাজও কিন্তু শিল্পার জন্য কারওয়া চৌথে উপোস করে থাকেন সারাদিন।

6 / 6
বিরাট কোহলি - অনুষ্কা শর্মার স্বামী বিরাট কোহলি তাঁদের বিয়ের পর থেকে প্রায় প্রতিদিন তাঁর জন্য উপোস করেন। যাতে অনুষ্কাকে ৭ জন্ম নিজের স্ত্রী হিসেবে পেতে পারেন।

বিরাট কোহলি - অনুষ্কা শর্মার স্বামী বিরাট কোহলি তাঁদের বিয়ের পর থেকে প্রায় প্রতিদিন তাঁর জন্য উপোস করেন। যাতে অনুষ্কাকে ৭ জন্ম নিজের স্ত্রী হিসেবে পেতে পারেন।

Next Photo Gallery