Qatar World Cup 2022: ছবিতে দেখুন, কাতারের যে স্টেডিয়ামে হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 08, 2022 | 11:59 AM
আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপ ফাইনাল। লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium) হবে কাপের শেষ লড়াই। ছবিতে দেখুন লুসেইল স্টেডিয়ামের ঝলক...
1 / 5
আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপ ফাইনাল। লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium) হবে কাপের শেষ লড়াই। ছবিতে দেখুন লুসেইল স্টেডিয়ামের ঝলক... (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
2 / 5
২০১০ সালে এই স্টেডিয়ামের নকশার জন্য টেন্ডার বেরিয়েছিল। বাটি-আকৃতির এক নকশা অবশেষে চোখে ধরে আয়োজক কমিটির। সেই নকশাই পরবর্তীকালে সুন্দর লুসেইল স্টেডিয়ামে পরিণত হয়েছে। ২০১৭ সালে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়েছিল। অবশেষে ২০২১ সালের নভেম্বরে এই স্টেডিয়ামের কাজ পূর্ণ হয়। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
3 / 5
দোহার দক্ষিণ প্রান্ত থেকে ২৩ কিমি দূরে অবস্থিত এই লুসেইল স্টেডিয়াম। পারস্য উপসাগরের উপকূলের কাছেই অবস্থিত এই লুসেইল স্টেডিয়াম। উল্লেখ্য, পুরনো জাহাজ এবং জাহাজের বিভিন্ন বস্তুর ওপর যে সুন্দর সাজসজ্জা থাকে তার সঙ্গে লুসেইল স্টেডিয়ামের নজরকাড়া নকশার মিল রয়েছে। একইসঙ্গে কাতারের উচ্চাকাঙ্খা, আরব সংস্কৃতিকেও তুলে ধরে লুসেইল স্টেডিয়াম। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
4 / 5
৮০ হাজার দর্শক আসন রয়েছে এই লুসেইল স্টেডিয়ামে। ৫টি গ্রুপ পর্বে ম্যাচের পাশাপাশি ফাইনাল মিলিয়ে মোট ৯টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
5 / 5
বিশ্বকাপ শেষ হওয়ার পর লুসেইল স্টেয়িডামটির আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। মনে করা হচ্ছে, এই স্টেডিয়ামে ৪০ হাজার আসনসংখ্যা রাখা হবে। পাশাপাশি স্টেডিয়ামের অন্যান্য অংশগুলিতে দোকান, ক্যাফে, অ্যাথলেটিক্সের কেন্দ্রতে রূপান্তরিত করা হবে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)