Qatar World Cup 2022: কাতারের যে স্টেডিয়ামে ফুটে ওঠে আরবি টুপি ‘গাহফিয়া’-র ছাপ…
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 08, 2022 | 12:00 PM
আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আল থুমামা স্টেডিয়ামে (Al Thumama Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আল থুমামা স্টেডিয়ামের ঝলক...
1 / 5
আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আল থুমামা স্টেডিয়ামে (Al Thumama Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আল থুমামা স্টেডিয়ামের ঝলক... (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
2 / 5
কাতার বিশ্বকাপের জন্য আল থুমামা স্টেডিয়ামটি সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। কাতারের ঐতিহ্যবাহী আরবি টুপি 'গাহফিয়া'-র আদলে গড়া হয়েছে এই স্টেডিয়ামটি।(ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
3 / 5
এই 'গাহফিয়া' টুপিটি কাতারে বসবাসকারী আরবি মুসলিমরা পরে থাকেন। তা থেকেই অনুপ্রাণিত হয়েই এই স্টেডিয়ামটির নকশা বেছে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, কাতারবাসীদের একাংশের পারিবারিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে ধরা হয় এই 'গাহফিয়া' টুপিকে। 'গাহফিয়া' টুপি যুব বয়সের আগমনের প্রতীকও ধরা হয়। কাতারে যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর জন্য এই আরবি টুপির ব্যবহারও দেখা গিয়েছে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
4 / 5
আল থুমামা স্টেডিয়ামটি সেন্ট্রাল দোহা থেকে ১২ কিমি দূরে অবস্থিত। এই স্টেডিয়ামটি ২০২১ সালের ২২ অক্টোবর উন্মোচিত হয়েছিল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ৬টি ম্যাচ, শেষ ১৬-র একটি ও কোয়ার্টার ফাইনালের একটি মিলিয়ে মোট ৮টি ম্যাচ হওয়ার কথা এই সুন্দর টুপির আদলে গড়া স্টেডিয়ামে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)
5 / 5
কাতারের আল জাবের ইঞ্জিনিয়ারিং এবং তুরস্কের টেকফেন কনস্ট্রাকশন যৌথ উদ্যোগে এই স্টেডিয়ামটি গড়ে তুলেছে। আল থুমামা স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে বসে মোট ৪০ হাজার দর্শক ম্যাচ উপভোগ করতে পারবেন। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)