আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। টুর্নামেন্টের নবম সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal FC) এসসি ও কেরালা ব্লাস্টার্স। হোম-অ্যাওয়ে পদ্ধতিতে হবে এ বারের আইএসএল। যার ফলে লাল-হলুদ শিবিরের কাছে প্রথম ম্য়াচ হবে অ্যাওয়ে ম্যাচ। আইএসএলের উদ্বোধনী ম্যাচে লাল-হলুদ শিবিরে নজরে থাকবেন যে পাঁচ তারকারা...
ইভান গঞ্জালেজ - স্প্যানিশ ফুটবলার ইভান গঞ্জালেস আইএসএলে পরিচিত নাম। এর আগে ৩৬টি আইএসএলের ম্য়াচে খেলেছেন এই ডিফেন্ডার। মাঠে কাটিয়েছেন ৩১০৪ মিনিট। আইএসএলে ৩টি গোল করেছেন নিজে ও ২টি গোল করতে সাহায্য করেছেন তিনি। নতুন মরসুমে ইস্টবেঙ্গলের যে পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একজন হলেন ইভান।
ক্লেটন সিলভা - ফরোয়ার্ড ক্লেটন আইএসএলে এর আগে মোট ৩৭টি ম্যাচে খেলেছেন। মাঠে কাটিয়েছেন ৩০৮৭ মিনিট। সিলভা এখনও অবধি আইএসএলে ১৬টি গোল করেছেন। এবং ৭টি গোলে অ্যাসিস্ট করেছেন। নতুন মরসুমে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যে পাঁচজন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একজন হলেন ক্লেটন।
সৌভিক চক্রবর্তী - গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি দলের সদস্য ছিলেন সৌভিক চক্রবর্তী। ১০৪টি আইএসএলের ম্যাচে খেলে তিনি মাঠে সময় কাটিয়েছেন ৮১০৯ মিনিট। ১টি গোল নিজে করেছেন এবং ৩টি গোল করতে সাহায্য করেছেন তিনি। এ বার ইস্টবেঙ্গলের যে পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একজন হলেন সৌভিক।
সুমিত পাসি - ২৮ বছর বয়সী সুমিত পাসি আইএসএলে মোট ৩২টি ম্যাচে খেলেছেন। এই ফরোয়ার্ড মাঠে কাটিয়েছেন ১৮৩৩ মিনিট। ৩টি গোল নিজে করেছেন সুমিত আর ১টি গোলে অ্যাসিস্ট করেছেন। এ বার ইস্টবেঙ্গল যে পাঁচ অধিনায়ক বেছে নিয়েছে, তার মধ্যে একজন হলেন সুমিত।
অ্যালেক্স লিমা - ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অ্যালেক্স লিমা আইএসএলে মোট ৪১টি ম্যাচে খেলেছেন। মাঠে কাটিয়েছেন ২৭২৬ মিনিট। লিমা করেছেন ১ টি গোল এবং করিয়েছেন ৪টি গোল।