Bangla News » Photo gallery » Here see all about Neymar's ex girlfriend list and present girlfriend Bruna Biancardi in pics
Neymar: নেইমারের হাফডজন প্রেমিকার গল্প
নেইমার (Neymar), মাঠে নামলেই গোলবন্যা বইয়ে দেন। তবে মাঠের বাইরেও তাঁকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বিন্দুমাত্র কম নেই। নানা কীর্তির জন্য তিনি বরাবর থাকেন আলোচনার কেন্দ্রে। নেইমারের নামের সঙ্গে একাধিক নারীর নাম জড়িয়ে বহুবার। তাঁর সুন্দরী বান্ধবীর তালিকাটাও যথেষ্ট লম্বা। ছবিতে দেখে নিন নেইমারের প্রথম গার্লফ্রেন্ড কে ছিলেন? আর তাঁর বর্তমান বান্ধবীই বা কে?...
ক্যারোলিনা দান্তাস- সুন্দরী ক্যারোলিনা দান্তাস (Carolina Dantas) হলেন নেইমারের প্রথম বান্ধবী। তাঁরা দুজনেই ২০১০-১১ সালের সময় ডেটিং করেছিলেন। তবে তাঁদের সন্তানের জন্মের পরই এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়।
1 / 6
ব্রুনা মারকুইজিন- নেইমারের বান্ধবীদের মধ্যে সব চেয়ে জনপ্রিয় ছিলেন ব্রুনা মারকুইজিন (Bruna Marquezine)। পেশায় ব্রুনা অভিনেত্রী। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাঁদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু এরপর চারবছর একসঙ্গে থাকার পরে তাঁরা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। যেমন ভাবা, তেমন কাজ। ২০১৮ সালে তাঁরা আলাদা হয়ে যান।
2 / 6
আনিত্তা- নেইমারের বান্ধবীর তালিকায় রয়েছে আনিত্তার (Anitta) নামও। আনিত্তা হলেন ব্রাজিলিয়ান তারকা গায়িকা। তিনি একজন পপ শিল্পী। রিও কার্নিভালে আনিত্তাকে চুম্বন করতে দেখা গিয়েছিল নেইমারকে। তাঁদের একসঙ্গে একাধিকবার নেইমারের পার্টিতেও দেখা গিয়েছিল।
3 / 6
থাইলা আয়লা- ব্রাজিলিয়ান তারকা মডেল ও অভিনেত্রী থাইলা আয়লার (Thaila Ayla) সঙ্গেও নাম জড়িয়েছিল পিএসজির তারকা নেইমারের। তাঁদের একাধিকবার বিভিন্ন রেস্তোরাতে একসঙ্গে দেখা গিয়েছিল।
4 / 6
এলিজাবেথ মার্টিনেজ- নেইমারের বান্ধবীর তালিকায় মডেল, অভিনেত্রীর পাশাপাশি রয়েছেন আইনজীবীও। এলিজাবেথ মার্টিনেজ (Elisabeth Martinez) একজন স্প্যানিশ আইনজীবী। এলিজাবেথের পছন্দের ক্লাব বার্সেলোনা। তবে তিনি নেইমারকেও সমর্থন করতেন। বার্সাতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বেশ কিছু পার্টিতে। দু'জনই তাঁদের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি একসময় শেয়ারও করেছিলেন।
5 / 6
ব্রুনা বিয়ানকার্ডি- নেইমার বর্তমানে ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে সম্পর্কে রয়েছেন। পিএসজির তারকা ফুটবলার নেইমার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্ডির সম্পর্কে আর লুকোছাপা নেই। দু'জনই সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই একে অপরের সঙ্গ উপভোগ করার ছবি শেয়ার করে থাকেন।