CGW 2022: সেজে উঠেছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ভিলেজ, ঝলক দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2022 | 7:45 AM

Commonwealth Games 2022: অপেক্ষার আর মাত্র ৪ দিন। ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হবে মাল্টি স্পোর্টস ইভেন্ট কমনওয়েলথ গেমস। এ বার ভারতের মোট ২১৫ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। মোট ১৫ টি স্পোর্টিং ডিসিপ্লিনে অংশ নেবে ভারত। বার্মিংহ্যাম ইউনিভার্সিটি সেজে উঠেছে। সেখানে থাকবেন এ বারের কমনওয়েলথে অংশ নেওয়া অ্যাথলিটদের একটা অংশ। আগামী ১২ দিনের জন্য গেমস ভিলেজই অ্যাথলিটদের জন্য তাঁদের ঘর-বাড়ি। দেখে নিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ভিলেজের ঝলক...

1 / 6
অপেক্ষার আর মাত্র ৪ দিন। ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে চলবে মাল্টি স্পোর্টস ইভেন্ট কমনওয়েলথ গেমস। এ বার ভারতের মোট ২১৫ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। মোট ১৫ টি স্পোর্টিং ডিসিপ্লিনে অংশ নেবে ভারত। (ছবি-Birmingham 2022 Twitter)

অপেক্ষার আর মাত্র ৪ দিন। ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে চলবে মাল্টি স্পোর্টস ইভেন্ট কমনওয়েলথ গেমস। এ বার ভারতের মোট ২১৫ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। মোট ১৫ টি স্পোর্টিং ডিসিপ্লিনে অংশ নেবে ভারত। (ছবি-Birmingham 2022 Twitter)

2 / 6
বার্মিংহ্যাম ইউনিভার্সিটি সেজে উঠেছে। সেখানে থাকবেন এ বারের কমনওয়েলথে অংশ নেওয়া অ্যাথলিটদের একটা অংশ। আগামী ১২ দিনের জন্য গেমস ভিলেজই অ্যাথলিটদের জন্য তাঁদের ঘর-বাড়ি। প্রকাশ্যে এসেছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ভিলেজের ঝলক। (ছবি-Uni of Birmingham Twitter)

বার্মিংহ্যাম ইউনিভার্সিটি সেজে উঠেছে। সেখানে থাকবেন এ বারের কমনওয়েলথে অংশ নেওয়া অ্যাথলিটদের একটা অংশ। আগামী ১২ দিনের জন্য গেমস ভিলেজই অ্যাথলিটদের জন্য তাঁদের ঘর-বাড়ি। প্রকাশ্যে এসেছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ভিলেজের ঝলক। (ছবি-Uni of Birmingham Twitter)

3 / 6
মিডিয়ার জন্য খুলে দেওয়া হয় বার্মিংহ্যাম ইউনিভার্সিটির গেমস ভিলেজের দরজা। সেখানে গেমস ফ্যামিলি সার্ভিসেসের প্রধান, অশ্বিন লোকারে গেমস ভিলেজের বিভিন্ন বিভাগের ব্যাপারে বিস্তারিত জানান। (ছবি-Birmingham 2022 Twitter)

মিডিয়ার জন্য খুলে দেওয়া হয় বার্মিংহ্যাম ইউনিভার্সিটির গেমস ভিলেজের দরজা। সেখানে গেমস ফ্যামিলি সার্ভিসেসের প্রধান, অশ্বিন লোকারে গেমস ভিলেজের বিভিন্ন বিভাগের ব্যাপারে বিস্তারিত জানান। (ছবি-Birmingham 2022 Twitter)

4 / 6
গেমস ফ্যামিলি সার্ভিসেসের প্রধান, অশ্বিন লোকারে জানান, বার্মিংহ্যাম কমনওয়েলথের গেমস ভিলেজে অ্যাথলিটরা এসে পৌঁছলে তাঁদের বিশেষ ভাবে স্বাগত জানানোর জন্য তৈরি থাকবেন গেমস ভিলেজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদস্যরা। (ছবি-Uni of Birmingham Twitter)

গেমস ফ্যামিলি সার্ভিসেসের প্রধান, অশ্বিন লোকারে জানান, বার্মিংহ্যাম কমনওয়েলথের গেমস ভিলেজে অ্যাথলিটরা এসে পৌঁছলে তাঁদের বিশেষ ভাবে স্বাগত জানানোর জন্য তৈরি থাকবেন গেমস ভিলেজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদস্যরা। (ছবি-Uni of Birmingham Twitter)

5 / 6
গেমস ভিলেজে সেই অর্থে কড়াকড়ির খবর জানা যায়নি এখনও। অ্যাথলিটদের জন্য আলাদা আলাদা রুমের পাশাপাশি থাকছে ডাইনিং হল, জিম এবং জেনারেল মেডিক্যাল কেয়ার। একইসঙ্গে অ্যাথলিটদের জন্য গেমস ভিলেজে থাকছেন একজন ডেন্টিস্ট। (ছবি-Birmingham 2022 Instagram)

গেমস ভিলেজে সেই অর্থে কড়াকড়ির খবর জানা যায়নি এখনও। অ্যাথলিটদের জন্য আলাদা আলাদা রুমের পাশাপাশি থাকছে ডাইনিং হল, জিম এবং জেনারেল মেডিক্যাল কেয়ার। একইসঙ্গে অ্যাথলিটদের জন্য গেমস ভিলেজে থাকছেন একজন ডেন্টিস্ট। (ছবি-Birmingham 2022 Instagram)

6 / 6
এ বারের গেমস ভিলেজ তিনটি ক্যাম্পাস জুড়ে হচ্ছে। সেই তিনটি গেমস ভিলেজ হল - ‘কমনওয়েলথ গেমস ভিলেজ বার্মিহাম’, ‘কমনওয়েলথ গেমস ভিলেজ এনইসি’ এবং 'কমনওয়েলথ গেমস ভিলেজ ওয়ারউইক'। (ছবি-Birmingham 2022 Twitter)

এ বারের গেমস ভিলেজ তিনটি ক্যাম্পাস জুড়ে হচ্ছে। সেই তিনটি গেমস ভিলেজ হল - ‘কমনওয়েলথ গেমস ভিলেজ বার্মিহাম’, ‘কমনওয়েলথ গেমস ভিলেজ এনইসি’ এবং 'কমনওয়েলথ গেমস ভিলেজ ওয়ারউইক'। (ছবি-Birmingham 2022 Twitter)

Next Photo Gallery