বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা - আরসিবি ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। ২০১৭ সালে বিরাট-অনুষ্কা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাঁদের একমাত্র কন্যাসন্তান ভামিকা কোহলির জন্ম।
ফাফ দু'প্লেসির স্ত্রী ইমারি দু'প্লেসি - প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ও আরসিবির বর্তমান অধিনায়ক ফাফ দু'প্লেসির স্ত্রী ইমারি দু'প্লেসি। ২০১৩ সালে দু'প্লেসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুন্দরী ইমারি।
গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন - চলতি বছরেই ১৮ মার্চ ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন অজি তারকা ক্রিকেটার ও আরসিবির গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল।
মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ - পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ। পেশায় আশিতা উকিল। ৭ বছরেরও বেশি সময় একে অপরকে ডেট করার পর ২০১৮ সালে মায়াঙ্ক-আশিতা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রাহুল চাহারের স্ত্রী ঈশানি জোহর - পঞ্জাবের জার্সিতে এ বারের আইপিএলে খেলছেন রাহুল চাহার। চলতি বছরেই ঈশানি জোহরের সঙ্গে বিয়ে সেরেছেন রাহুল। সুন্দরী ঈশানি পেশায় ফ্যাশন ডিজাইনার।
নাথান এলিসের স্ত্রী কোনি এডওয়ার্ডস - অজি বোলার নাথান এলিসের স্ত্রী কোনি এডওয়ার্ডস। নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখলেও, নাথানের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই সুন্দরী কোনির ছবি দেখতে পাওয়া যায়।