Bangla News » Photo gallery » Holi 2023: Top Bollywood films to watch on the festival of colours
Holi Special Movies: বাইরে যেতে বড্ড ল্যাদ, এই ‘হোলি স্পেশ্যাল’ ছবিগুলি দেখেই কাটান দিনটা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Updated on: Mar 08, 2023 | 8:30 AM
Holi Special Movies: রঙ খেলতে একেবারেই ভাল লাগে না, অথচ পেয়েছে জলজ্যান্ত একটা ছুটি? কীভাবে কাটাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। দেখতে পারেন সিনেমা, কী সিনেমা দেখবেন? রইল সেই তালিকাই।
Mar 08, 2023 | 8:30 AM
রঙ খেলতে একেবারেই ভাল লাগে না, অথচ পেয়েছে জলজ্যান্ত একটা ছুটি? কীভাবে কাটাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। দেখতে পারেন সিনেমা, কী সিনেমা দেখবেন? রইল সেই তালিকাই।
1 / 7
দেখে নিতে পারেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। নিখাদ বন্ধুত্ব আর প্রেমের এই ছবি কখনও পুরনো হয় না। সঙ্গে 'বলম পিচকারি' তো রয়েছেই।
2 / 7
দেখতে পারেন 'শোলে'। 'হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি'? -- মনে আছে তো সেইসব আইকনিক সংলাপ? আরও একবার ঝালিয়ে নিলেই বা ক্ষতি কী?
3 / 7
ট্র্যাজেদি পছন্দ? তবে দেখতে পারেন 'মহব্বতে'। কিছু জিনিস পুরনো হলেও একই থাকে। যেমন এই ছবিটি। সঙ্গে পেয়ে যাবেন দিনের সঙ্গে সামঞ্জস্য রাখা কিছু ভাল গানও।
4 / 7
যদি বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটা কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে দেখে নিতেই পারেন 'টু স্টেটস'। আলিয়া ভাট ও অর্জুন কাপুর কেমিস্ট্রি বেশ ভাল লাগবে আপনার।
5 / 7
দেখতে পারেন 'রঞ্ঝানা'। ভালবাসা যে বাধা মানে না-- এ ছবি যেন বারেবারেই সে কথাই প্রমাণ দেয়।
6 / 7
এ ছাড়াও বলিউড আপনার জন্য ছড়িয়ে রেখেছে পসরা। যেটা ইচ্ছে সেটা দেখুন। পরিবারের সঙ্গে আনন্দে কাটান এই ছুটির দিনটা।