Holi Special Movies: বাইরে যেতে বড্ড ল্যাদ, এই ‘হোলি স্পেশ্যাল’ ছবিগুলি দেখেই কাটান দিনটা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 08, 2023 | 8:30 AM

Holi Special Movies: রঙ খেলতে একেবারেই ভাল লাগে না, অথচ পেয়েছে জলজ্যান্ত একটা ছুটি? কীভাবে কাটাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। দেখতে পারেন সিনেমা, কী সিনেমা দেখবেন? রইল সেই তালিকাই।

Mar 08, 2023 | 8:30 AM
রঙ খেলতে একেবারেই ভাল লাগে না, অথচ পেয়েছে জলজ্যান্ত একটা ছুটি? কীভাবে কাটাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। দেখতে পারেন সিনেমা, কী সিনেমা দেখবেন? রইল সেই তালিকাই।

রঙ খেলতে একেবারেই ভাল লাগে না, অথচ পেয়েছে জলজ্যান্ত একটা ছুটি? কীভাবে কাটাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। দেখতে পারেন সিনেমা, কী সিনেমা দেখবেন? রইল সেই তালিকাই।

1 / 7
দেখে নিতে পারেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। নিখাদ বন্ধুত্ব আর প্রেমের এই ছবি কখনও পুরনো হয় না। সঙ্গে 'বলম পিচকারি' তো রয়েছেই।

দেখে নিতে পারেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। নিখাদ বন্ধুত্ব আর প্রেমের এই ছবি কখনও পুরনো হয় না। সঙ্গে 'বলম পিচকারি' তো রয়েছেই।

2 / 7
দেখতে পারেন 'শোলে'। 'হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি'? -- মনে আছে তো সেইসব আইকনিক সংলাপ? আরও একবার ঝালিয়ে নিলেই বা ক্ষতি কী?

দেখতে পারেন 'শোলে'। 'হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি'? -- মনে আছে তো সেইসব আইকনিক সংলাপ? আরও একবার ঝালিয়ে নিলেই বা ক্ষতি কী?

3 / 7
ট্র্যাজেদি পছন্দ? তবে দেখতে পারেন 'মহব্বতে'। কিছু জিনিস পুরনো হলেও একই থাকে। যেমন এই ছবিটি। সঙ্গে পেয়ে যাবেন দিনের সঙ্গে সামঞ্জস্য রাখা কিছু ভাল গানও।

ট্র্যাজেদি পছন্দ? তবে দেখতে পারেন 'মহব্বতে'। কিছু জিনিস পুরনো হলেও একই থাকে। যেমন এই ছবিটি। সঙ্গে পেয়ে যাবেন দিনের সঙ্গে সামঞ্জস্য রাখা কিছু ভাল গানও।

4 / 7
 যদি বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটা কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে দেখে নিতেই পারেন 'টু স্টেটস'। আলিয়া ভাট ও অর্জুন কাপুর কেমিস্ট্রি বেশ ভাল লাগবে আপনার।

যদি বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটা কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে দেখে নিতেই পারেন 'টু স্টেটস'। আলিয়া ভাট ও অর্জুন কাপুর কেমিস্ট্রি বেশ ভাল লাগবে আপনার।

5 / 7
দেখতে পারেন 'রঞ্ঝানা'। ভালবাসা যে বাধা মানে না-- এ ছবি যেন বারেবারেই সে কথাই প্রমাণ দেয়।

দেখতে পারেন 'রঞ্ঝানা'। ভালবাসা যে বাধা মানে না-- এ ছবি যেন বারেবারেই সে কথাই প্রমাণ দেয়।

6 / 7
এ ছাড়াও বলিউড আপনার জন্য ছড়িয়ে রেখেছে পসরা। যেটা ইচ্ছে সেটা দেখুন। পরিবারের সঙ্গে আনন্দে কাটান এই ছুটির দিনটা।

এ ছাড়াও বলিউড আপনার জন্য ছড়িয়ে রেখেছে পসরা। যেটা ইচ্ছে সেটা দেখুন। পরিবারের সঙ্গে আনন্দে কাটান এই ছুটির দিনটা।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla