TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 20, 2022 | 2:31 PM
গরম পড়তেই বেড়েছে পিঁপড়েদের উৎপাত। রান্নাঘর থেকে বেডরুম সর্বত্র দখল নিয়ে বসে আছে পিঁপড়েরা। সুযোগ পেলেই টুকুস করে কামড়। ভুলবশত বাইকে খাবার পড়ে থাকলে সেখানেও থাবা বসাতে কিন্তু ভুলছেনা পিপিলিকার দল।
একটি স্প্রে বোতলে গ্লাস ক্লিনার ও লিকুইড ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন। পিঁপড়ার আনাগোনা বেশি এমন জায়গায় স্প্রে করুন। স্প্পে করাপ কিছুক্ষণ পর জায়গাটা মুছে নিন। পিঁপড়ের সমস্যা থেকে মিলবে রেহাই।
২ কাপ জলের সঙ্গে ২০ ফোঁটা পিপারমেন্ট অয়েল ভাল করে মিশিয়ে নিন। এবার যেখানে যেখানে পিঁপড়ে রয়েছে লেই সব জায়গায় স্প্রে করুন। মিটবে পিঁপড়ের সমস্যা।
পিঁপড়ের বাসা খুঁজে সেখানে গরম জল ছিটিয়ে দিন। এতেও কিন্তু পিঁপড়ের উপদ্রব কমে।
ঘর মোছার জলে লেবুর রস,আর নুন মিশিয়ে নিন। এতে পোকামাকড়ের উপদ্রব কমবে, সেই সঙ্গে পিঁপড়ের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।
কমলালেবুর খোসা শুকনো করে গুঁড়ো করে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিন। এবার তা ভাল করে ঝাঁকিয়ে নিয়ে রান্নাঘরের চারপাশে স্প্রে করে দিন। যে সব জাগা দিয়ে পিঁপড়ে আসতে পারে বলে মনে হয় সেখানেও স্প্রে করুন। এই ভাবে কমলার লখোসা ব্যবহার করতে পারলে পিঁপড়ের উপদ্রব থেকে রেহাই পাবেন।