Grey Hair: চটজলদি ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করবেন যে উপায়ে…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 16, 2022 | 9:36 AM

Hair Care: পেঁয়াজের রসও খুব ভাল। এতে চুল পড়া যেমন রোধ হয় তেমনই পাকা চুল তাড়াতাড়ি সাদাও হয়ে যায়

1 / 6
কায়দা মেরে যতই আমরা Salt And Pepper হেয়ারের কথা বলি না কেন কালো চুলের মাঝে সাদা চুল দেখতে কিন্তু মোটেই ভাল লাগে না। আগে বলা হত বয়সের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরে। বর্তমানে খুব কম বয়স থেকেই চুল পেকে যাচ্ছে। চুলে পাক ধরছে। বয়স মাত্র ২৫ এদিকে চুল একেবারে সাদা-এমন ঘটনাও কিন্তু নজিরবিহীন নয়।

কায়দা মেরে যতই আমরা Salt And Pepper হেয়ারের কথা বলি না কেন কালো চুলের মাঝে সাদা চুল দেখতে কিন্তু মোটেই ভাল লাগে না। আগে বলা হত বয়সের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরে। বর্তমানে খুব কম বয়স থেকেই চুল পেকে যাচ্ছে। চুলে পাক ধরছে। বয়স মাত্র ২৫ এদিকে চুল একেবারে সাদা-এমন ঘটনাও কিন্তু নজিরবিহীন নয়।

2 / 6
চুল পেকে যাওয়ার একাধিক কারণ থাকে। তার মধ্যে অন্যতম  কারণ হল আমাদের রোজকারের জীবনযাত্রা, দূষণ। আজকাল দূষণ আগের থেকে অনেক বেড়েছে। এই দূষণের প্রভাবে ক্ষতি হচ্ছে চুলের।

চুল পেকে যাওয়ার একাধিক কারণ থাকে। তার মধ্যে অন্যতম কারণ হল আমাদের রোজকারের জীবনযাত্রা, দূষণ। আজকাল দূষণ আগের থেকে অনেক বেড়েছে। এই দূষণের প্রভাবে ক্ষতি হচ্ছে চুলের।

3 / 6
সেই সঙ্গে বাইরের খাবার, ভাজা খাবারের প্রতি ঝোঁক অনেক বেশি। ফাস্টফুডের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম থাকে। যা চুলের ক্ষতি করে। হেয়ার কালার, কেরাটিন ট্রিটমেন্ট, চুলে ব্লিচ করলে চুল অনেক তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়।

সেই সঙ্গে বাইরের খাবার, ভাজা খাবারের প্রতি ঝোঁক অনেক বেশি। ফাস্টফুডের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম থাকে। যা চুলের ক্ষতি করে। হেয়ার কালার, কেরাটিন ট্রিটমেন্ট, চুলে ব্লিচ করলে চুল অনেক তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়।

4 / 6
এছাড়াও লিভারের সমস্যা থাকলে সেখান থেকেও চুলে তাড়াতাড়ি পাক ধরে। অনেকের আবার জিনগত সমস্যার তারণেও চুলে তাড়াতাড়ি পাক ধরে। পাকা চুল কালো করতে ঘরোয়া টোটাতেই ভরসা রাখতেন ঠাকুমা দিদিমারা। তা মেনে চলুন আপনিও।

এছাড়াও লিভারের সমস্যা থাকলে সেখান থেকেও চুলে তাড়াতাড়ি পাক ধরে। অনেকের আবার জিনগত সমস্যার তারণেও চুলে তাড়াতাড়ি পাক ধরে। পাকা চুল কালো করতে ঘরোয়া টোটাতেই ভরসা রাখতেন ঠাকুমা দিদিমারা। তা মেনে চলুন আপনিও।

5 / 6
মিক্সার গ্রাইন্ডারে টমেটো এবং  ইউক্যালিপ্টাসের তেল মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ম্যাসাজ করুন। চুল পরিষ্কার করে এই পেস্টটি ব্যবহার করুন। এতে চুল কালো হবে তাড়াতাড়ি।

মিক্সার গ্রাইন্ডারে টমেটো এবং ইউক্যালিপ্টাসের তেল মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ম্যাসাজ করুন। চুল পরিষ্কার করে এই পেস্টটি ব্যবহার করুন। এতে চুল কালো হবে তাড়াতাড়ি।

6 / 6
হেনা, কফি পাউডার আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগালেও চটজলদি ফল পাওয়া যায়।

হেনা, কফি পাউডার আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগালেও চটজলদি ফল পাওয়া যায়।

Next Photo Gallery