Bipasa Basu Relation: বিপাশার জন্য রাতের পর রাত ঘুমতে পারেন না করণ, স্ত্রীর নামে এ কোন অভিযোগ অভিনেতার
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Mar 01, 2023 | 12:30 PM
Relationship Gossip: বিপাশা বসু জানান, তাঁরই কাজ বেশি থাকে সংসারে। তাঁর স্বামী অর্থাৎ করণ খুব একটা এসব বিষয় সচেতন নন।
Mar 01, 2023 | 12:30 PM
বিপাশা বসু বারবরই নিজের সম্পর্ক নিয়ে ক্যান্ডিড। করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার সম্পর্কের সমীকরণ বেশ মজবুত। তাঁদের একটি সন্তানও রয়েছে।
1 / 7
করণকে নিয়ে একবার এক চ্যাট শো-তে এসে জানিয়েছিলেন বিপাশা তাঁরা একে অপরের সঙ্গে চেষ্টা করেন অধিকাংশ সময়টাই কাটাতে। করণ যেন তাঁকে চোখে হারায়। বিপাশাকে ছাড়া থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
2 / 7
বিপাশা বসু জানান, তাঁরই কাজ বেশি থাকে সংসারে। তাঁর স্বামী অর্থাৎ করণ খুব একটা এসব বিষয় সচেতন নন। ফ্যাশন পোশাক বিষয়টাতেও বিপাশারাই বেশি নজর থাকে।
3 / 7
করণ হাসতে হাসতে জানান, তিনি পোশাক ছাড়াই থাকতে বেশি পছন্দ করেন। যদিও তাঁদের সেই ঠাট্টা-মজা খুব বেশিদূর এগোতে দেননি শো-এর সঞ্চালক।
4 / 7
তবে একবার এক সাক্ষাৎকারে বিপাশাকে নিয়ে বলতে গিয়ে করণ জানিয়েছিলেন বিপাশার জন্যই রাতের পর রাত তাঁর ঠিকমতো ঘুম হয় না। রাতের পর জেগেও থাকতে হয়।
5 / 7
করণের কথায়, যখন বিপাশা তাঁকে ছেড়ে দূরে থাকে, তখনই এমন সমস্যার মুখোমুখি হন তিনি। করণ আরও বলেন সুন্দরী স্ত্রীকে ছেড়ে রাতে কারই বা ঘুম আসে।
6 / 7
করণ সিং গ্রোভার ও বিপাশার সঙ্গে মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বেশ গভীর। বরাবরই তাঁরা একে অপরের সঙ্গে ঠিক কতটা সুখে আছেন তা স্পষ্ট করে বুঝিয়ে দিতে পিছপা হন না।