Dandruff: খুশকির সমস্যা বেড়েছে? শীতে কতদিন অন্তর শ্যাম্পু করবেন, জানুন…
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 08, 2023 | 8:00 AM
Hair Care Tips: সারা বছরই কমবেশি চুলের সমস্যা লেগে থাকে। কিন্তু শীতে সবচেয়ে বেশি খুশকির সমস্যা দেখা দেয়। আর একবার এই সমস্যা স্ক্যাল্পে দেখা গেলে তা সহজে পিছু ছাড়ে না।
1 / 7
সারা বছরই কমবেশি চুলের সমস্যা লেগে থাকে। কিন্তু শীতে সবচেয়ে বেশি খুশকির সমস্যা দেখা দেয়। আর একবার এই সমস্যা স্ক্যাল্পে দেখা গেলে তা সহজে পিছু ছাড়ে না। স্ক্যাল্পে আর্দ্রতা অভাব থাকলেই খুশকির সমস্যা বাড়ে।
2 / 7
খুশকির হাত থেকে রেহাই পেতে অনেকেই অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট করায় এবং নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু এতে খুব বেশি উপকার মেলে না। এক্ষেত্রে আপনি ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারেন।
3 / 7
শীতে সেভাবে শ্যাম্পু করা হয় না। এতে স্ক্যাল্পে ময়লা জমে। পাশাপাশি খুশকির সমস্যা দূর হয় না। খুশকির সমস্যা দূর করতে গেলে আপনাকে ১ দিন অন্তর শ্যাম্পু করতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখলে এই সমস্যা হবে না।
4 / 7
ঘরোয়া প্রতিকার হিসেবে আপনি খুশকি দূর করতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল অল্প গরম করে নিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। এতে স্ক্যাল্পের আর্দ্রভাব বজায় থাকবে এবং খুশকি দূর হয়ে যাবে।
5 / 7
খুশকির হাত থেকে রেহাই আপনি নিমপাতা ব্যবহার করতে পারেন। নিমের মধ্যে অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা সংক্রমণ দূর করে। নিম পাতা বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান কিংবা নিম তেলও ব্যবহার করতে পারেন।
6 / 7
খুশকির সমস্যা থেকে দূরে রাখতে হলে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরা জেল সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। এছাড়া হেয়ার প্যাকে অ্যালোভেরা জেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও উপকার মিলবে।
7 / 7
চুলের সমস্যার ওয়ান-স্টপ সল্যিউশন মেথি। আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন। পরদিন ওই মেথি বেটে নিন। তাতে লেবুর রস কিংবা টক দই মিশিয়ে চুলে লাগান। এতে খুশকি থেকে মুক্তি মিলবে। এছাড়া মেথির তেল বানিয়েও মাখতে পারেন।