AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAN 2.0 Process: মোদী সরকার আনছে নতুন প্যান কার্ড, পাবেন ইমেলেই? আবেদন করার সহজ উপায় জেনে নিন

How to apply for PAN 2.0: আপনার কাছে কি প্যান কার্ড আছে? আয়কর দফতর নতুন প্যান কার্ডও আনছে। বলা যায়, পুরনো কার্ডের বদলে এ বার 'ডিজিটাল' প্যান কার্ড। যাতে থাকছে কিউআর কোডও। ইমেলেই পেয়ে যাবেন এই ই-প্যান কার্ড। কী ভাবে এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন? জেনে নিন সেই পদ্ধতি।

| Updated on: Dec 07, 2024 | 7:17 PM
Share
প্যান কার্ড কার্যত প্রত্যেকের কাছেই রয়েছে। আয়কর দফতর নতুন প্যান কার্ডও আনছে। যাতে সুরক্ষা পদ্ধতি অনেক বেশি।

প্যান কার্ড কার্যত প্রত্যেকের কাছেই রয়েছে। আয়কর দফতর নতুন প্যান কার্ডও আনছে। যাতে সুরক্ষা পদ্ধতি অনেক বেশি।

1 / 8
নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে অনলাইনেই। এই প্যান কার্ডে থাকছে কিউআর কোড সহ বাড়তি সুরক্ষা।

নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে অনলাইনেই। এই প্যান কার্ডে থাকছে কিউআর কোড সহ বাড়তি সুরক্ষা।

2 / 8
নতুন প্যান কার্ড আবেদন করার আগে একটি বিষয় নিশ্চিত হয়ে নিন। আপনার কাছে যে প্যান কার্ড রয়েছে NSDL অথবা UTIITSL ইস্যু করেছিল তো?

নতুন প্যান কার্ড আবেদন করার আগে একটি বিষয় নিশ্চিত হয়ে নিন। আপনার কাছে যে প্যান কার্ড রয়েছে NSDL অথবা UTIITSL ইস্যু করেছিল তো?

3 / 8
এটা নিশ্চিত হওয়ার জন্য, প্যান কার্ডের ব্যাক সাইডে দেখুন। সেখানে এই তথ্য দেওয়া থাকবে। নিশ্চিত হওয়ার পর পদ্ধতি মেনে নতুন কার্ডের জন্য আবেদন করুন।

এটা নিশ্চিত হওয়ার জন্য, প্যান কার্ডের ব্যাক সাইডে দেখুন। সেখানে এই তথ্য দেওয়া থাকবে। নিশ্চিত হওয়ার পর পদ্ধতি মেনে নতুন কার্ডের জন্য আবেদন করুন।

4 / 8
NSDL-এর e-Pan পোর্টালে যান। সেখানে নতুন প্যানের জন্য আবেদনের যে লিঙ্ক সেখানে ক্লিক করুন-https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html

NSDL-এর e-Pan পোর্টালে যান। সেখানে নতুন প্যানের জন্য আবেদনের যে লিঙ্ক সেখানে ক্লিক করুন-https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html

5 / 8
সেখান আপনার প্যান নম্বর, আধার কার্ড, জন্ম তারিখের জায়গা পূরণ করুন। এরপর আরও একবার প্যান নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, পিন কোড দিন।

সেখান আপনার প্যান নম্বর, আধার কার্ড, জন্ম তারিখের জায়গা পূরণ করুন। এরপর আরও একবার প্যান নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, পিন কোড দিন।

6 / 8
আপনার কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি দিন। OTP-র জন্য ইমেল আইডি অথবা ফোন নম্বর যে কোনও একটি কিংবা দুটোই সিলেক্ট করতে পারেন।

আপনার কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে। সেটি দিন। OTP-র জন্য ইমেল আইডি অথবা ফোন নম্বর যে কোনও একটি কিংবা দুটোই সিলেক্ট করতে পারেন।

7 / 8
এরপর পেমেন্টের বিকল্প আসবে। সেটি পূর্ণ হলে ৩০ মিনিটের মধ্যে আপনার রেজিস্টার্ড ইমেলে প্যান কার্ডের একটি সফ্ট কপি আসবে।

এরপর পেমেন্টের বিকল্প আসবে। সেটি পূর্ণ হলে ৩০ মিনিটের মধ্যে আপনার রেজিস্টার্ড ইমেলে প্যান কার্ডের একটি সফ্ট কপি আসবে।

8 / 8