TV9 Bangla Digital | Edited By: megha
Sep 26, 2022 | 2:55 PM
সারা বছর যেমন খুশি দেখালে খুব একটা মাথা ব্যথা তৈরি হয় না। কিন্তু পুজোর সময় উজ্জ্বল মুখ, নিখুঁত ত্বক সবাই চায়। বছরের এই সময় সবাই চায় স্পেশাল হয়ে উঠতে। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় ডার্ক সার্কেল। পুজোর আগে ঘরোয়া উপায়ে দূর করুন চোখের নীচের কালচে দাগ।
ঘুমের সঙ্গে কোনও সমঝোতা করলে চলবে না। প্রতি রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমোতে হবে। ঘুমের অভাবে মূলত ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয়। পাশাপাশি মানসিক চাপ কমাতে হবে। নাহলে ডার্ক সার্কেলের সমস্যা কমাতে পারবেন না।
এই কয়েকটা দিন রাতে শোওয়ার আগে ও সকালে ঘুম থেকে ওঠার পর নিজের জন্য ১০ মিনিট সময় রাখুন। দু’ টুকরো বরফ সুতির কাপড়ে মুড়ে চোখের উপর রাখুন। এতে চোখের চারপাশে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং কালচে ভাব কমে যাবে।
দু'টুকরো শসা কেটে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই শসার টুকরো চোখের উপর রেখে দিন। ১০-১৫ মিনিট চোখের উপর ঠান্ডা শসা রাখুন। শসার চোখের চারপাশের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ডার্ক সার্কেলের সমস্যা কমায়।
আমন্ড অয়েল ডার্ক সার্কেলের সমস্যা কমাতে পারে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমন্ড অয়েল দিয়ে চোখের চারপাশে মালিশ করুন। তারপর আইক্রিম লাগিয়ে নিন। পুজো চলাকালীনও আপনি এই উপায় মেনে চলতে পারেন।
ত্বকের যে কোনও সমস্যার জন্য সেরা সমাধান অ্যালোভেরা। অ্যালোভেরা জেল সরাসরি আপনি চোখের চারপাশে লাগাতে পারেন। এছাড়াও অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে ফ্রিজে রেখে দিন। অ্যালোভেরা ওই নির্যাস জমে বরফ হয়ে গেলে সেটা দিয়ে চোখের উপর ব্যবহার করুন।