AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stye Cure: আঞ্জনি সারাতে এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে দেখুন, ফল পাবেন…

চোখ পরিস্কার না রাখলে, আঞ্জনি খুব সাধারণ সমস্যা হবে সেক্ষেত্রে। কারণ অপরিস্কার চোখ আরও নানা ধরনের ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে।

| Edited By: | Updated on: Dec 27, 2021 | 9:18 AM
Share
চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমলে বা চ্যাটচ্যাটে ভাব থাকলে সেই জায়গা বেশি পরিমাণে ধুলো বালি আকর্ষণ করে, যার ফলে আঞ্জনি হতে পারে।

চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমলে বা চ্যাটচ্যাটে ভাব থাকলে সেই জায়গা বেশি পরিমাণে ধুলো বালি আকর্ষণ করে, যার ফলে আঞ্জনি হতে পারে।

1 / 6
নরম কাপড়ে ভাপ দিয়ে সেটি চোখের উপর ধরুন। অর্থাৎ গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। ফলে দ্রুত ব্যথাও কমবে।

নরম কাপড়ে ভাপ দিয়ে সেটি চোখের উপর ধরুন। অর্থাৎ গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। ফলে দ্রুত ব্যথাও কমবে।

2 / 6
চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালেও ভাল ফল পাবেন। এটিও সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমবে।

চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালেও ভাল ফল পাবেন। এটিও সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমবে।

3 / 6
আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা ব্যবহার করা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।

আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা ব্যবহার করা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।

4 / 6
প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমবে।

প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমবে।

5 / 6
এটা মাথায় রাখা জরুরি যে আমাদের চোখ সব সময় পরিস্কার রাখতে হবে। বাইরে থেকে ফিরে এলে বা অফিসে পৌঁছনোর পর অবশ্যই চোখ পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এটা মাথায় রাখা জরুরি যে আমাদের চোখ সব সময় পরিস্কার রাখতে হবে। বাইরে থেকে ফিরে এলে বা অফিসে পৌঁছনোর পর অবশ্যই চোখ পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

6 / 6