মটর পনির তৈরি করার জন্য প্রয়োজন ২ কাপ পনিরের কিউব, ২ কাপ মটরশুটি, ৩ থেকে ৪ কাঁচা লঙ্কা, ২ কাপ পেঁয়াজ কুচি কুচি করে কাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, ১/২ কাপ টমেটো বাটা, ১/৪ কাপ তেল, ২ চামচ গোটা জিরে, ২ তেজ পাতা, ১/২ চামচ হলুদ, ১ চামচ নুন, ১/২ চামচ গরম মশলা, ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ ধনে পাতা গার্নিশ করার জন্য।