TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 26, 2021 | 8:17 AM
বাচ্চাদের ফ্রাইড রাইস বা চাওমিন দিলে বেশ আনন্দের সঙ্গেই খেয়ে থাকে। সেক্ষেত্রে ফ্রাইড রাইস কিংবা চাওমিনে ডিমের পাশাপাশি কয়েক রেসিপির সবজি মিশিয়ে দিন। ছোট ছোট টুকরো করে সবজি মিশিয়ে দিলে বাচ্চারা বেছে বেছে সবজি ফেলে দিতে পারবে না।
বিকেলের হালকা খাওয়াদাওয়াতে চপ রাখতে পারেন। সেক্ষেত্রে সবজির চপ বানাতে পারেন। এভাবে চপের মুখরোচক স্বাদের পাশাপাশি বাচ্চারা সবজিও খাবে।
সবজি ডাল একটি ভাল উপায় হতে পারে। বাচ্চাদের সবজি ডাল বানিয়ে খাওয়ালে ডালের স্বাদ যেমন বাড়ে তেমনই সবজিও খাওয়া হয়।
ফলের স্মুদি বা স্মুদিকে একটু সবজি মিশিয়ে দিলে বাচ্চারা বুঝতে পারবে না। তবে কোন ধরণের স্মুদিতে কেমন সবজি মেশাতে পারেন তা একটু দেখে নেয়া ভাল। বিশেষত গাজর, টমেটো, ফুলকপি সহজেই ব্যবহার করা যায়।
শীতের সময় ভুনা খিচুড়িতে কিছু সবজি মিশিয়ে দিন। শুধু ভুনা খিচুড়ি না, বাচ্চাদের সবজির বিরিয়ানি বানিয়েও খাওয়াতে পারেন। এতে করে সবজির প্রতি তাদের কিছুটা আগ্রহ জাগবে।