TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 31, 2021 | 5:02 AM
খাটের কিংবা যে কোনও ধারাল আসবাবের কোণায় বাচ্চাদের ব্যথা লাগতে পারে। মাথায় কিংবা শরীরের যে কোনও অংশে আঘাত পেতে পারে।
বাচ্চাদের হাতে পয়সা দেবেন না যেন। অনেকে পয়সা গিলে ফেলে। তাতে দম আটকে যেতে পারে।
চলন্ত গ্যাসের কাছে কখনও নিয়ে যাবেন না বাচ্চাকে।
খানের চারপাশ ভাল করে গার্ড দিয়ে রাখুন যাতে পড়ে না যায়।
মেঝেতে তেল জাতীয় তরল ফেলে রাখবেন না। বাচ্চা পা পিছলে পড়ে যেতে পারে।
প্রতীকী ছবি
সুইচ বোর্ডের প্লাগ পয়েন্ট ঢেকে রাখুন। বাচ্চাদের অভ্যাস প্লাগ পয়েন্টে আঙুল ঢুকিয়ে সুইট অন করা। এতে কিন্তু বিপদও হতে পারে।