Indoor plants: কী ভাবে যত্ন নেবেন ব্যালকনির ছোট্ট বাগানের? রইল টিপস

Balcony Tips: দীর্ঘদিনের গৃহবন্দিতে একঘেঁয়েমি এসেছেমনে। অনেকেই এখন নিজের একাকিত্ব কাটাতে বাড়িতে গাছ লাগাচ্ছেন। গাছ তো লাগালেন, কিন্তু সব গাছের যত্ন এক রকম নয়। ইন্ডোর প্ল্যান্ট যাতে সুন্দর করে বাড়ে তার জন্য কিন্তু ঠিকমতো যত্নেরও প্রয়োজন...

| Edited By: | Updated on: Nov 22, 2021 | 4:13 PM
শহর থেকে শহরতলি- রাস্তার ধারে বেড়েছে নার্সারির সংখ্যা। আর সেখানে বিকোচছে হরেক রকম ইন্ডোর প্ল্যান্টস। রয়েছে বাহারি টবও। লকডাউনে সব বাড়িতেই বেড়েছে ইন্ডোর প্ল্যান্টের সংখ্যা।

শহর থেকে শহরতলি- রাস্তার ধারে বেড়েছে নার্সারির সংখ্যা। আর সেখানে বিকোচছে হরেক রকম ইন্ডোর প্ল্যান্টস। রয়েছে বাহারি টবও। লকডাউনে সব বাড়িতেই বেড়েছে ইন্ডোর প্ল্যান্টের সংখ্যা।

1 / 5
মাটি যেন শুকনো না থাকে। আবার খুব  বেশি জলও কিন্তু দেবেন না। অতিরিক্ত জল দিলে গাছ মরে যেতে পারে।

মাটি যেন শুকনো না থাকে। আবার খুব বেশি জলও কিন্তু দেবেন না। অতিরিক্ত জল দিলে গাছ মরে যেতে পারে।

2 / 5
ইন্ডোর প্ল্যান্টে কোনও রকম রাসায়নিক সা ব্যবহার করবেন না। এতে গাছেরপাতা ঝরে যায়।

ইন্ডোর প্ল্যান্টে কোনও রকম রাসায়নিক সা ব্যবহার করবেন না। এতে গাছেরপাতা ঝরে যায়।

3 / 5
এমন ভাবে টব বাছুন যাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকতে না পারে।

এমন ভাবে টব বাছুন যাতে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকতে না পারে।

4 / 5
জল তখনই দিন যখন দেখবেন যে গাছের পাতা বিবর্ণ হয়েছে কিংবা মাটি একেবারেই শুকনো হয়েছে। কিছু গাছের ডাল সময়মতো ছেঁটে দিতে হবে। তবেই কিন্তু গাছ ঠিকমতে বাড়বে।

জল তখনই দিন যখন দেখবেন যে গাছের পাতা বিবর্ণ হয়েছে কিংবা মাটি একেবারেই শুকনো হয়েছে। কিছু গাছের ডাল সময়মতো ছেঁটে দিতে হবে। তবেই কিন্তু গাছ ঠিকমতে বাড়বে।

5 / 5
Follow Us: