Skin Care: ব্রণর সমস্যা থেকে ছুটি পাওয়ার সময় এসে গেছে! সমাধান রয়েছে গ্রিন টিতে
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 18, 2022 | 5:24 PM
গ্রিন টি-এর মধ্যে থাকা উপাদান গুলি ব্রণর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণের পাশাপাশি ত্বকে উৎপন্ন হওয়া অতিরিক্ত সেবামও হ্রাস করতে সাহায্য করে। কিন্তু এই গ্রিন টিকে কীভাবে আপনার ত্বকের যত্নে সামিল করবেন দেখে নিন...
1 / 6
ব্রণের জ্বালা কমাতে সহায়ক গ্রিন টি। ঠান্ডা গ্রিন টি ব্যাগ ব্রণের জ্বালাভাব কমাতে ব্যবহার করুন। সরাসরি ব্রণের জায়গাতে লাগাতে পারেন। প্রায় ১০-১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। দেখবেন জ্বালাভাব কমে গেছে সহজেই।
2 / 6
মধুর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা ব্রণর ক্ষেত্রে সহায়ক। এই ফেস মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন ১টি গ্রিন টি ব্যাগ, ১ চামচ বিশুদ্ধ মধু, গরম জল, ফেসিয়াল ক্লিনজার। প্রথমে গ্রিন টির ব্যাগটাকে গরম জলের মধ্যে ৩ মিনিট রেখে দিন। তাহলে ওই গরম জল ঠাণ্ডা হয়ে গেলে ব্যাগ কেটে তাতে পাতা গুলো ফেলে দিন। তারপর তাতে মধু মিশিয়ে দিন। এবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং তারপর মধু ও গ্রিন টির মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
3 / 6
গ্রিন টি ফেস মিস্ট তৈরি করার জন্য প্রয়োজন গরম জল আর গ্রিন টি। গরম জলে গ্রিন টি দিয়ে ফুটিয়ে নিন। জল ঠাণ্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে কমে যাবে আপনার ব্রণর সমস্যা এবং ত্বকও সতেজ থাকবে এবং ত্বকের ক্লান্তি দূর করে দেবে এই ফেস মিস্ট। ত্বকের ওপর ফেস মিস্ট ব্যবহার করার পর ময়েশ্চারাইজার প্রয়োগ করে নেবেন।
4 / 6
অ্যাপেল সাইডার ভিনিগার ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। তার সঙ্গে গ্রিন টি দূর করে আপনার ব্রণর সমস্যা। এই টোনার তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/৪ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার এবং ৩/৪ কাপ গ্রিন টি। গ্রিন টির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে তাকে ফ্রিজে রেখে দিন। এবার ত্বক পরিষ্কার করে নিয়মিত ওই টোনার ত্বকের ওপর তুলোর বল দিয়ে প্রয়োগ করুন। শুকিয়ে গেলে তারওপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
5 / 6
ব্রণর ক্ষেত্রে সহায়ক ট্রি টি অয়েল এবং গ্রিন টি উভয়ই। গ্রিন টির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা ট্রি টি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে প্রভাবিত জায়গায় বা ব্রণর ওপর প্রয়োগ করলেই দূর হয়ে যাবে আপনার ত্বকের সমস্যা।
6 / 6
স্ক্রাবের জন্যও ব্যবহার করুন গ্রিন টি। প্রথমে ২টি গ্রিন টিয়ের ব্যাগগুলি ১/২ কাপ গরম জলে ডুবিয়ে রাখুন এবং এটা ঠাণ্ডা হতে নিন। এবার একটি বাটিতে ১ কাপ ব্রাউন সুগার ঢালুন। এবার তাতে যোগ করুন ১/৪ কাপ নারকেল তেল এবং চিনির সঙ্গে ভাল করে তেলটা মিশিয়ে নিন। এবার গ্রিন টি এর জলটা ঠাণ্ডা হলে এই নারকেল তেল মিশ্রিত চিনির সঙ্গে মিশিয়ে দিন। ব্যস তৈরি আপনার গ্রিন টি সুগার স্ক্রাব।