TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Dec 29, 2022 | 8:00 AM
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। নতুন বছর মানে সব কিছু নতুন করে শুরু করা। পুরনো ভুল, ভ্রান্তি ভুলে নতুন করে নিজেকে তৈরি করা। কি পরেয়েছি আর কি পাইনি এই হিসেব করতে করতেই কেটে গেল একটা গোটা বছর। তবে সব চাওয়া সব সময় পূর্ণ হয় না
নতুন বছরের শুরুতে মেনে চলুন এই সব বাস্তু টিপস। এতে শরীর ভাল থাকবে। অর্থাগম হবে। সেই সঙ্গে দূর হবে অশান্তিও।
বাড়িতে একটি নারকেল আনুন। নববর্ষ উপলক্ষে এটি আনতেই হবে। নারকেল বাড়ি আনলে আপনার বাড়ির মধ্যেও পজিটিভ এনার্জি প্রবেশ করবে
নতুন বছরের প্রথম দিন প্রবেশদ্বারের ওপরে লেবু লঙ্কা ঝোলান, এটি আপনার জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে, তাই আর দেরি না করে ফেলুন এই কাজটি।
আমাদের হিন্দুদের প্রত্যেকের বাড়িতে একটি করে তুলসী গাছ অবশ্যই থাকবে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত একটি তুলসী গাছ নেই অবশ্যই একটি তুলসী গাছ নিয়ে আসুন
হলুদ কাপড়ের বেঁধে যদি এক টুকরো হলুদ আপনি আপনার ঘরের লকারে আরে প্রথম বছরের প্রথম দিনে রাখতে পারেন, তাহলে অর্থনৈতিক সংকট থেকে আপনি অনেকটা রেহাই পাবেন।