Do's and Don'ts of Waxing: গরম পড়লেই বাড়ে স্লিভলেস পরার ঝোঁক। স্লিভলেস পোশাকে দেখতেও বেশ স্টাইলিশ লাগে
Mar 23, 2023 | 11:24 AM
গরমে স্লিভলেস পোশাক পরলে তার আগে হাত-পায়ের লোম তুলে নিতে হবে। নইলে দেখতে খুব অপরিষ্কার লাগে। এবার চটজলদি হাত-পায়ের লোম তুলতে অনেকেই রেজার ব্যবহার করেন।
1 / 8
খরচ বেশি বলে অনেকেই ওয়্যাক্সিং করতে চান না। তবে ওয়্যাক্সিং এর ফলাফল অনেক ভাল কারণ তা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে। সেই সঙ্গে একেবারে গোড়া থেকে রোম উপড়ে ফেলা যায়।
2 / 8
ত্বক নরম রাখতে ওয়্যাক্সিং ভরসা। কিন্তু রেজার ব্যবহার করলে চামড়া মোটা হয়ে যায় সেই সঙ্গে রোমের গ্রোথ উল্টো দিকে হয়।
3 / 8
শেভিং বার বার করলে ত্বক শুকনো হতে শুরু করে। আর ত্বকের সেই মোলায়েম ভাবটাও থাকে না। অনেকের ত্বকে কালো প্যাচ পড়ে যায়। আর রোম অনেক বেশি মোটা হয়।
4 / 8
শেভিং নিজেই করা যায় তার জন্য অন্য কারোর উপর ভরসা করে থাকতে হয় না। তবে ওয়্যাক্স পার্লার ছাড়া কোনও ভাবেই হয় না। আর ওয়্যাক্স করলে ব্যথা লাগে একটু।
5 / 8
অনেকের ওয়্যাক্সের পর অ্যালার্জির সমস্যা হয়। ত্বক লাল হয়ে যায়। আর পর পর ওয়্যাক্সিং করলে ত্বক অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায়।
6 / 8
অনেকের ওয়্যাক্সের পর অ্যালার্জির সমস্যা হয়। ত্বক লাল হয়ে যায়। আর পর পর ওয়্যাক্সিং করলে ত্বক অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায়।
7 / 8
শেভিং এর সময় সব সময় নতুন রেজার ব্যবহার করুন। মাসে একবারের বেশি ব্যবহার নয়। আর অন্যের রেজারও কিন্তু ব্যবহার করবেন না