Saba Azad: হৃতিকের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন তাঁর প্রেমিকা, তারপর…

Hrithik Roshan: প্রেমের সম্পর্কে রয়েছেন সাবা আজাদ ও হৃতিক রোশন। প্রেম নিয়ে আর কোনও গোপনীয়তা নেই তাঁদের। তবে এবার হৃতিক রোশনেই সামনেই প্রাক্তন প্রেমিক ইমাদ শাহকে জড়িয়ে ধরলেন সাবা।

| Edited By: | Updated on: Dec 02, 2022 | 4:50 PM
প্রেমের সম্পর্কে রয়েছেন সাবা আজাদ ও হৃতিক রোশন। প্রেম নিয়ে আর কোনও গোপনীয়তা নেই তাঁদের। তবে এবার হৃতিক রোশনেই সামনেই প্রাক্তন প্রেমিক ইমাদ শাহকে জড়িয়ে ধরলেন সাবা।

প্রেমের সম্পর্কে রয়েছেন সাবা আজাদ ও হৃতিক রোশন। প্রেম নিয়ে আর কোনও গোপনীয়তা নেই তাঁদের। তবে এবার হৃতিক রোশনেই সামনেই প্রাক্তন প্রেমিক ইমাদ শাহকে জড়িয়ে ধরলেন সাবা।

1 / 6
ইমাদ শাহ আদপে একজন স্টারকিড। তিনি সম্পর্কে নাসিরুদ্দিন শাহর ছেলে। সাবা ও ইমাদ একসঙ্গে এক ব্যান্ডের সঙ্গে যুক্ত। ব্যান্ডের নাম ম্যাডবয়।

ইমাদ শাহ আদপে একজন স্টারকিড। তিনি সম্পর্কে নাসিরুদ্দিন শাহর ছেলে। সাবা ও ইমাদ একসঙ্গে এক ব্যান্ডের সঙ্গে যুক্ত। ব্যান্ডের নাম ম্যাডবয়।

2 / 6
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনও এক অনুষ্ঠানে ইমাদের সঙ্গে দেখা হয় হৃতিক ও সাবার। সেখানেই প্রাক্তনকে দেখে জড়িয়ে ধরেন সাবা।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনও এক অনুষ্ঠানে ইমাদের সঙ্গে দেখা হয় হৃতিক ও সাবার। সেখানেই প্রাক্তনকে দেখে জড়িয়ে ধরেন সাবা।

3 / 6
ওদিকে পিছিয়ে নেই হৃতিকও। তিনিও ইমাদকে এগিয়ে এসে আলিঙ্গন করেন। আসলে সবটাই সৌজন্যতা। যার প্রমাণ আগেও দিয়েছেন হৃতিক ও সাবা।

ওদিকে পিছিয়ে নেই হৃতিকও। তিনিও ইমাদকে এগিয়ে এসে আলিঙ্গন করেন। আসলে সবটাই সৌজন্যতা। যার প্রমাণ আগেও দিয়েছেন হৃতিক ও সাবা।

4 / 6
হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক সাবার। অন্যদিকে আবার সুজানও রয়েছেন নতুন সম্পর্কে, তাঁর প্রেমিকের নাম আরসালান গোনি।

হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক সাবার। অন্যদিকে আবার সুজানও রয়েছেন নতুন সম্পর্কে, তাঁর প্রেমিকের নাম আরসালান গোনি।

5 / 6
Saba Azad: হৃতিকের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরলেন তাঁর প্রেমিকা, তারপর…

6 / 6
Follow Us: