স্বরলিপি ভট্টাচার্য |
Feb 18, 2021 | 10:24 AM
সারা আলি খানের মতো বলিউডে এখনও কেরিয়ার শুরু করেননি ঠিকই। কিন্তু সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের দ্বিতীয় সন্তান ইব্রাহিম আলি খান সব সময়ই লাইমলাইটে থাকেন। কখনও বন্ধুদের সঙ্গেল ফুটবল বা ক্রিকেটড, কখনও পার্টি- খবরে থাকেন ইব্রাহিম।
বলিউড অভিনেতা সোহেল খানের ছেলে নির্ভান খানের সঙ্গে ইব্রাহিমের পুরনো বন্ধুত্ব। দুই বন্ধুকে এবার দেখা গেল এক্কেবারে ভিন্ন মেজাজে।
বলি মহলে স্টার কিডদের পার্টি করা কোনও নতুন ঘটনা নয়। ইব্রাহিম এবং নির্ভানের পার্টি মুডের ছবি এবার সোশ্যাল ওয়ালে ভাইরাল।
এই দুই তারকা সন্তানের এক বন্ধু ওরহানের সোশ্যাল অ্যাকাউন্ট থেকেই এই পার্টির ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে বন্ধুরা গ্রুপফি তুলতে ব্যস্ত।
ইব্রাহিমের ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট। ফলে তাঁর শেয়ার করা কোনও ছবি সাধারণ অনুরাগীদের জন্য নয়।
সইফ আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সারার মতোই ইব্রাহিমও বলিউডে কেরিয়ার তৈরি করতে আগ্রহী। তার জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
অন্যদিকে সোহেল এবং সীমা খানের বড় ছেলে নির্ভান ইতিমধ্যেই নেটফ্লিক্সের শো বলিউড ওয়াইফস্-এ মুখ দেখিয়েছেন। তবে তিনিও পুরোদস্তুর বলিউডে কেরিয়ার তৈরি করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।