প্রিমিয়ার লিগে ব্লুজদের জয়

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Feb 16, 2021 | 1:42 PM

সোমবার প্রিমিয়ার লিগে (Premier League) নিউক্যাসেলকে (Newcastle) ২-০ হারাল চেলসি (Chelsea)। কয়েক দিন আগেই ঘরের ছেলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে থমাস তুচেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল চেলসির। দলকে জয়ে ফেরাতেই কোচ পরিবর্তন করে চেলসি। তুচেল সেই দায়িত্ব যথাযথ পালন করছেন। তুচেলের অধীনে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্লুজরা।

1 / 5
ম্যাচের ৩১ মিনিটে চেলসিকে এগিয়ে দেন অলিভার জিরুড।

ম্যাচের ৩১ মিনিটে চেলসিকে এগিয়ে দেন অলিভার জিরুড।

2 / 5
৩৯ মিনিটে চেলসির হয়ে গোল ব্যবধান বাড়ান টিমো ওয়ার্নার।

৩৯ মিনিটে চেলসির হয়ে গোল ব্যবধান বাড়ান টিমো ওয়ার্নার।

3 / 5
২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে চেলসি।

২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে চেলসি।

4 / 5
টিমো গোল পাওয়ায় বেশ খুশি কোচ তুচেল। তিনি বলেছেন, "টিমো শেষ কয়েকটা ম্যাচে ভীষণ পরিশ্রম করেছে। তার ফল পেল ও। আমি ভীষণ খুশি হয়েছি।"

টিমো গোল পাওয়ায় বেশ খুশি কোচ তুচেল। তিনি বলেছেন, "টিমো শেষ কয়েকটা ম্যাচে ভীষণ পরিশ্রম করেছে। তার ফল পেল ও। আমি ভীষণ খুশি হয়েছি।"

5 / 5
তুচেলের অধীনে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্লুজরা। (সৌজন্যে-চেলসি টুইটার)

তুচেলের অধীনে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্লুজরা। (সৌজন্যে-চেলসি টুইটার)

Next Photo Gallery