Ice Cream: বিশ্ব জুড়ে এমন রকমারি স্বাদের আইস ক্রিম পাওয়া যায়, যা হয়তো ভাবতেও পারবেন না!

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 15, 2021 | 4:37 PM

সারা বিশ্ব জুড়ে আইস ক্রিমের জনপ্রিয়তা রয়েছে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন স্বাদের আইস ক্রিম। বিশেষত, বর্তমানে সারা বিশ্ব জুড়ে নানা স্বাদের আইস ক্রিম তৈরির প্রবণতা বেড়ে গেছে। তারই মধ্যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু আইস ক্রিমের খোঁজ, যা দেখে একটু হলেও চমকে উঠবেন আপনি।

1 / 7
সি ফুড আইস ক্রিম, জাপান: মাছ দিয়ে আইস ক্রিমের কথা কোনও ভেবেছেন? জাপানে পাওয়া যায় সি ফুড আইস ক্রিম। এই আইস ক্রিমে আপনি চিংড়ি থেকে ঝিনুক, শামুক সব পেতে পারেন।

সি ফুড আইস ক্রিম, জাপান: মাছ দিয়ে আইস ক্রিমের কথা কোনও ভেবেছেন? জাপানে পাওয়া যায় সি ফুড আইস ক্রিম। এই আইস ক্রিমে আপনি চিংড়ি থেকে ঝিনুক, শামুক সব পেতে পারেন।

2 / 7
গোল মরিচের আইস ক্রিম, ভারত: ভারত যে মশলাদার জন্য বিশ্ব বিখ্যাত তা বলা বাহুল্য। কিন্তু মশলার সঙ্গে আইস ক্রিম? হ্যাঁ, আমাদের ভারতেই পাওয়া যায় গোল মরিচের আইস ক্রিম। ব্যাপারটা মশলাদার মিষ্টির মত না?

গোল মরিচের আইস ক্রিম, ভারত: ভারত যে মশলাদার জন্য বিশ্ব বিখ্যাত তা বলা বাহুল্য। কিন্তু মশলার সঙ্গে আইস ক্রিম? হ্যাঁ, আমাদের ভারতেই পাওয়া যায় গোল মরিচের আইস ক্রিম। ব্যাপারটা মশলাদার মিষ্টির মত না?

3 / 7
রাইস বিনস আইন ক্রিম, পুয়ের্তো রিকো: আপনি হয়তো রাজমা চাওয়াল খেয়েছেন বহুবার। কিন্তু রাজমা চাওয়ালের আইস ক্রিম খেয়েছেন? ভাত আর রাজমা দিয়ে তৈরি রাইস বিনস আইস ক্রিম পাওয়া যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে।

রাইস বিনস আইন ক্রিম, পুয়ের্তো রিকো: আপনি হয়তো রাজমা চাওয়াল খেয়েছেন বহুবার। কিন্তু রাজমা চাওয়ালের আইস ক্রিম খেয়েছেন? ভাত আর রাজমা দিয়ে তৈরি রাইস বিনস আইস ক্রিম পাওয়া যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোতে।

4 / 7
পাইন টার আইস ক্রিম, ফিনল্যান্ড: আপনি পাইন গাছের পাতা বা ফল দিয়ে তৈরি কটা খাদ্যের নাম শুনেছেন বা খেয়েছেন তা হয়তো আমরা জানি না। কিন্তু আপনি যদি এই পাইন আইস ক্রিম খেতে যান, তাহলে আপনাকে যেতে হবে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডের শহরেই পাওয়া যায় পাইন টার আইস ক্রিম।

পাইন টার আইস ক্রিম, ফিনল্যান্ড: আপনি পাইন গাছের পাতা বা ফল দিয়ে তৈরি কটা খাদ্যের নাম শুনেছেন বা খেয়েছেন তা হয়তো আমরা জানি না। কিন্তু আপনি যদি এই পাইন আইস ক্রিম খেতে যান, তাহলে আপনাকে যেতে হবে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডের শহরেই পাওয়া যায় পাইন টার আইস ক্রিম।

5 / 7
মেয়োনিজ আইস ক্রিম, স্কটল্যান্ড: বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে তো প্রতিদিন মেয়োনিজ খান। কিন্তু মেয়োনিজ দিয়ে আইস ক্রিমও তৈরি করা যায় এটা ভেবেছেন কোনও দিন? স্কটল্যান্ডে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পাওয়া যায় মেয়োনিজ আইস ক্রিম।

মেয়োনিজ আইস ক্রিম, স্কটল্যান্ড: বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে তো প্রতিদিন মেয়োনিজ খান। কিন্তু মেয়োনিজ দিয়ে আইস ক্রিমও তৈরি করা যায় এটা ভেবেছেন কোনও দিন? স্কটল্যান্ডে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পাওয়া যায় মেয়োনিজ আইস ক্রিম।

6 / 7
ট্যারো আইস ক্রিম, থাইল্যান্ড: ট্যারো, যার বাংলা অর্থ হল কচু। কচুর আইস ক্রিম! শুনেই নাক শেটকাচ্ছেন? জানেন কি এই ট্যারো আইস ক্রিম রমরমিয়ে বিক্রি হয় থাইল্যান্ডের বাজারে।

ট্যারো আইস ক্রিম, থাইল্যান্ড: ট্যারো, যার বাংলা অর্থ হল কচু। কচুর আইস ক্রিম! শুনেই নাক শেটকাচ্ছেন? জানেন কি এই ট্যারো আইস ক্রিম রমরমিয়ে বিক্রি হয় থাইল্যান্ডের বাজারে।

7 / 7
স্ট্যাউট আইস ক্রিম, জামাইকা: জামাইকাতে পাওয়া যায় বিয়ার থেকে শুরু করে ডিভন স্ট্যাউট আইস ক্রিম।

স্ট্যাউট আইস ক্রিম, জামাইকা: জামাইকাতে পাওয়া যায় বিয়ার থেকে শুরু করে ডিভন স্ট্যাউট আইস ক্রিম।

Next Photo Gallery