Bangla News » Photo gallery » If you want to play Fortnite game then it is necessary to be 18 years old
Epic Games New Rules: সরানো হল Play Store থেকে, 18 বছর না হলে খেলতে পারবেন না Fortnite Game
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Updated on: Jan 29, 2023 | 3:11 PM
Fortnite Game: আপনি যদি আপনার স্মার্টফোনে এই জনপ্রিয় গেমটি খেলতে চান, তাহলে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। Epic Games তার নিয়ম পরিবর্তন করেছে।
Jan 29, 2023 | 3:11 PM
আপনি যদি আপনার স্মার্টফোনে এই জনপ্রিয় গেমটি খেলতে চান, তাহলে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। Epic Games তার নিয়ম পরিবর্তন করেছে। আর সেই নিয়ম অনুয়ায়ী এখন সবাই তাদের ইন গেম কারেন্সি ব্যবহার করতে পারতে না।
1 / 6
এমন একটি গেমের নাম আপনাকে জানানো হবে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমগুলির মধ্য়ে একটি। তবে সেই গেমটি এখন থেকে শুধুমাত্র 18 বছরের বেশি বয়সের ব্যবহারকারীরাই খেলতে পারবেন। গেমটি হল ফোর্টনাইট (Fortnite) যা পিসি, প্লেস্টেশন, এক্সবক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মে উপলব্ধ।
2 / 6
18 বছরের কম বয়সী গেমারদের আর V-bucks ইন-গেম কয়েন ব্যবহার করার বিকল্প থাকবে না কারণ তারা গেমটি খেলতে পারবে না। ডেভেলপাররা অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ তাদের গেম আপডেট করতে পারবে না।
3 / 6
গেমটির কোটি কোটি প্লেয়ারবেস রয়েছে এবং বেশিরভাগ গেমার এটি মোবাইল ডিভাইসেই খেলেন। সংস্থাটি একটি অফিসিয়াল টুইটে জানিয়েছে যে, 3.40 অগাস্ট বিল্ড ব্যবহার করে Fortnite প্লেয়ারদের আর V-bucks ব্যবহার করার বিকল্প থাকবে না।
4 / 6
অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে গেমটি সরানো হবে। চলতি বছরের 30 জানুয়ারির পরে iOS, Mac এবং Google Play-থেকে গেমটি তুলে নেওয়া হবে। গেমটিতে এখনই কোনও প্রাপ্তবয়স্ক ফিচার নেই, তবে নির্দিষ্ট গেমারদের জন্য বিধিনিষেধ আসবে।
5 / 6
Fortnite গেমটি আগে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় থেকেই সরানো হবে এমনই বলা হয়েছে। ইতিমধ্য়েই অ্যাপল এবং গুগল এই গেমটি সরিয়ে দিয়েছে। এই গেমটি শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইট থেকেই ডাউনলে করা যাবে।