AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iman Chakraborty: বাদাম কাকু থেকে মদন মিত্র– ইমনের বসন্ত উৎসব জমজমাট ভালবাসার রঙে, রইল ছবি

Iman Chakraborty: ক্যালেন্ডার জানিয়েছিল দোল পূর্ণিমার এখনও ঢের দেরি। কিন্তু উদযাপনের আবার নির্দিষ্ট দিন হয় নাকি? তাই ফেব্রুয়ারির শেষ শনিবার লিলুয়ার মিরপারা ময়দানে লেগেছিল ফাগের রঙ। সৌজন্যে ইমন চক্রবর্তী।

| Edited By: | Updated on: Feb 27, 2022 | 11:24 PM
Share
খাতায় কলমে তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। ক্যালেন্ডার জানিয়েছিল দোল পূর্ণিমার এখনও ঢের দেরি। কিন্তু উদযাপনের আবার নির্দিষ্ট দিন হয় নাকি? তাই ফেব্রুয়ারির শেষ শনিবার লিলুয়ার মিরপারা ময়দানে লেগেছিল ফাগের রঙ। সৌজন্যে ইমন চক্রবর্তী।

খাতায় কলমে তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। ক্যালেন্ডার জানিয়েছিল দোল পূর্ণিমার এখনও ঢের দেরি। কিন্তু উদযাপনের আবার নির্দিষ্ট দিন হয় নাকি? তাই ফেব্রুয়ারির শেষ শনিবার লিলুয়ার মিরপারা ময়দানে লেগেছিল ফাগের রঙ। সৌজন্যে ইমন চক্রবর্তী।

1 / 8
প্রতি বছরের মতো এ বছরেও নিজের সঙ্গীত অ্যাকাদেমির ছাত্রছাত্রীদের নিয়ে ইমন আয়োজন করেছিলেন বসন্ত উৎসব। সঙ্গে হাজির ছিলেন একগুচ্ছ সেলিব্রিটি।

প্রতি বছরের মতো এ বছরেও নিজের সঙ্গীত অ্যাকাদেমির ছাত্রছাত্রীদের নিয়ে ইমন আয়োজন করেছিলেন বসন্ত উৎসব। সঙ্গে হাজির ছিলেন একগুচ্ছ সেলিব্রিটি।

2 / 8
মদন মিত্র থেকে বাদামকাকু-- ইমনের উৎসবে রঙ ছিল একটাই। তা হল ভালবাসার। তা হল প্রেমের। আর সাংস্কৃতিক উৎসব? সে তো অবশ্যই ছিল। কে কে এসেছিলেন?

মদন মিত্র থেকে বাদামকাকু-- ইমনের উৎসবে রঙ ছিল একটাই। তা হল ভালবাসার। তা হল প্রেমের। আর সাংস্কৃতিক উৎসব? সে তো অবশ্যই ছিল। কে কে এসেছিলেন?

3 / 8
 সারেগামাপা বিজয়ী অর্কদীপ থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র, সোমলতা আচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ মজুমদাঁড় হাজির ছিলেন সক্কলে।

সারেগামাপা বিজয়ী অর্কদীপ থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র, সোমলতা আচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ মজুমদাঁড় হাজির ছিলেন সক্কলে।

4 / 8
এ ছাড়াও নাচ-গানের অনুষ্ঠান তো ছিলই। এরই মধ্যে ইমনের গালে নীলাঞ্জনের আবিরের স্পর্শ আক্ষরিক অর্থেই যেন জানান দিচ্ছিল 'বুস্নত সতিই এসে গিয়েছে।"

এ ছাড়াও নাচ-গানের অনুষ্ঠান তো ছিলই। এরই মধ্যে ইমনের গালে নীলাঞ্জনের আবিরের স্পর্শ আক্ষরিক অর্থেই যেন জানান দিচ্ছিল 'বুস্নত সতিই এসে গিয়েছে।"

5 / 8
খুশি ইমনও। বলছিলেন, "এবছর করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রথমে ভেবেছিলাম হয়ত করতেই পারব না। আমার দলের ছেলেমেয়েদের মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ভাল। তাই জোরকদমে তোড়জোড় শুরু করলাম। প্রতি বছরের মত এবারেও বহু গুণী শিল্পীরা এখানে এসে তাঁরা কথা রেখেছেন। এই যে প্রতি বছর শিল্পীরা তাঁদের ব্যস্ততার মধ্যেও আমার বসন্ত উৎসবে তাঁরা আসেন, ওঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।"

খুশি ইমনও। বলছিলেন, "এবছর করোনার তৃতীয় ঢেউয়ের জন্য প্রথমে ভেবেছিলাম হয়ত করতেই পারব না। আমার দলের ছেলেমেয়েদের মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ভাল। তাই জোরকদমে তোড়জোড় শুরু করলাম। প্রতি বছরের মত এবারেও বহু গুণী শিল্পীরা এখানে এসে তাঁরা কথা রেখেছেন। এই যে প্রতি বছর শিল্পীরা তাঁদের ব্যস্ততার মধ্যেও আমার বসন্ত উৎসবে তাঁরা আসেন, ওঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।"

6 / 8
ইমন যোগ করেন, "লিলুয়ার সমস্ত মানুষ এই বসন্ত উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। এত বড় উৎসব তো একা একা করা যায় না।আমি সবার কাছেই খুবই কৃতজ্ঞ।  করোনা মানুষের জীবন ছাড়খার করে দিয়েছে। এই বসন্ত উৎসব মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে সেটাই আমার অনেক বড় প্রাপ্তি।"

ইমন যোগ করেন, "লিলুয়ার সমস্ত মানুষ এই বসন্ত উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। এত বড় উৎসব তো একা একা করা যায় না।আমি সবার কাছেই খুবই কৃতজ্ঞ। করোনা মানুষের জীবন ছাড়খার করে দিয়েছে। এই বসন্ত উৎসব মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারে সেটাই আমার অনেক বড় প্রাপ্তি।"

7 / 8
তাঁর ইচ্ছে সার্থক হয়েছে গতকাল, হাজার মানুষের ভিড়ে জমজমাট ইমনের বসন্ত উৎসব ২০২২।

তাঁর ইচ্ছে সার্থক হয়েছে গতকাল, হাজার মানুষের ভিড়ে জমজমাট ইমনের বসন্ত উৎসব ২০২২।

8 / 8