সায়ম কৃষ্ণ দেব
Jan 12, 2025 | 5:02 PM
ভাড়ায় বউ পাওয়া যায়! আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন? শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। দুবাই বা ব্যাংকক নয়, ভারতেই এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েকদিন, কয়েক মাস বা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ। (অগ্নিপথ ছবির দৃশ্য)
এক বছর পরে অন্য বউ চাইলে আবার আপনাকে বিড করতে হবে। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও সেই মহিলাকেই নিজের বউ হিসাবে রেখে দিতে চাইলেও চুক্তি রিনিউ করতে হয়। জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা?
সমাজের যতই অগ্রগতি হোক না কেন, আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি। এমন একটি প্রথা অনুসারে ভারতের একটি গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয়।
এক বছর পরেও, আপনি যদি ওই মহিলার সঙ্গে পুনরায় চুক্তি করতে চান তবে আপনাকে আবার বিড করতে হবে। এতে খরচও বেশি হয়। এই প্রথাকে বলা হয় দাথি প্রথা। কেউ এই প্রথাকে দাদিচা প্রথাও বলে থাকেন। জানা যায়, প্রধানত আর্থিক ভাবে দুর্বল পরিবারের সদস্যরা যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম বা পণের টাকা জোগার করতে পারে না, তাঁরা এই ভাবে বাড়ির মেয়ের বিয়ে দেয়।
বিডিং ওঠা নারীর মূল্য নির্ধারিত হয় তাঁর সৌন্দর্য, কুমারীত্ব, বয়স, চেহারার উপর নির্ভর করে। মহিলাদের জন্য বিডিং শুরু হয় পনের হাজার টাকা থেকে। যেতে পারে পনের লাখ টাকা পর্যন্তও। এর পর এক বছরের চুক্তি হয়। শোনা যায়, নিলামের বাজারে ৮-১৫ বছরের ভার্জিন মহিলাদের চাহিদা সবচেয়ে বেশি।
অদ্ভুত এই গ্রাম রয়েছে ভারতের মধ্যপ্রদেশে। গ্রামের নাম শিবপুরী। এখানে শুধু কুমারী মেয়েই নয় বিবাহিত নারীদেরও ভাড়ায় পাওয়া যায়। বিড করার জন্য ১০ টাকা ১০০ টাকার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে চুক্তি করতে হয়। সেখানেই উল্লেখ করা থাকে আপনি কত দিনের জন্য সংশ্লিষ্ট মহিলাকে ভাড়া করতে চাইছেন।
বউ ভাড়া নেওয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে। কয়েক দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত একজন মহিলাকে ভাড়া নিতে পারেন। এর জন্য আপনাকে দশ টাকা বা একশ টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে।
পুরুষরা এক বছরের চুক্তিতে বহু মহিলাদের ভাড়া করে। কেউ কেউ গৃহস্থালি কাজের জন্যও নারীদের ভাড়া নিয়ে থাকে। অবিবাহিত নয় এমন পুরুষরা তাদের জীবনে কাউকে পাওয়ার জন্য এমন চুক্তি করে থাকে। বিয়ের পরেও যৌন নির্যাতন সহ আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মহিলাদের। (প্রথম ছবিটি ছাড়া বাকি সব ছবি প্রতীকী Meta AI দ্বারা প্রস্তুত।)