TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 10, 2022 | 7:10 PM
সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে পাল্টাচ্ছে সময়, পাল্টে যাচ্ছে সমাজ ব্যবস্থা, মানুষের গ্রহণ করার ক্ষমতা ও আদব কায়দা। সম্প্রতি বিভিন্ন প্রসঙ্গে নজর রাখলেই তা প্রমাণ করা যায়। যার মধ্যে অন্যতম হল প্রেমের সম্পর্ক। যেখানে আলিয়া-রণবীরের থেকে বিস্তর ফারাক থেকে গিয়েছিল অমিতাভ-জয়ার মধ্যে।
সিনে দুনিয়ার পা রাখার পর থেকেই জয়া বচ্চনের নজরে ছিলেন অমিতাভ বচ্চন। প্রথম থেকেই তিনি বিশ্বাস করতেন একদিন অমিতাভ অনেক বড় স্টার হবেন। আর তার পক্ষে দাঁড়িয়ে তিনি রাজেশ খান্নার সঙ্গেই বিতর্কে জড়াতে পিছু পা হননি।
একটা সময়ের পর জয়া বচ্চনের সেই বিশ্বাস হয়েছিল সত্যি প্রমাণিত। আর ঠিক সেই কারণেই অমিতাভ বচ্চন তাঁর ছবি সুপারহিট হওয়ার পর স্থির করেছিলেন বিদেশে গিয়ে পার্টি করবেন, সঙ্গে নিয়ে যাবেন জয়া বচ্চনকে।
কিন্তু ঘটনা চক্রে জয়া বচ্চনকে নিয়ে বাইরে যেতে দিতে নারাজ ছিলেন অমিতাভ বচ্চন বাবা। তিনি জানিয়েছিলেন বিয়ের আগে কোনও আউটিং নয়। তাই রাতারাতি বিয়ে করেই তাঁরা একে অন্যের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।
তবে রালিয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাঁদের মধ্যে সম্পর্কের জল ঠিক কতটা গভীর তা মেপে ফেলেছিল দুই পরিবার প্রথম থেকেই। তাই তাঁদের একসঙ্গে থাকা থেকে শুরু করে আউটিং কোনটাতেই বাধা দেওয়া হয়নি। কেবল কাপুর পরিবার বলেই যে সম্ভব, তা নয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এখন লিভইন খুব সহজ প্রসঙ্গ। তাই চাপে পরে তড়িঘড়ি বিয়ে করতে হয়নি রণবীর আলিয়াকে নিজেদের জীবন উপভোগ করতে, যা অমিতাভ-জয়াকে করতে হয়েছিল।