T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে ফাইনালে নিউজিল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2021 | 9:21 AM

এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup ) আজকের ম্যাচটা হয়ে গেলেই পাওয়া যাবে চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের লড়াইয়ের পর সেমিফাইনালের লড়াইও শেষ হয়ে গিয়েছে। এ বার শুধু ফাইনালের পালা। আজ, রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। কীভাবে ফাইনালে উঠল কিউয়িরা দেখুন ছবিতে...

1 / 6
নিউজিল্যান্ড সুপার-১২ এর প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে এ বারের টুর্নামেন্ট শুরু করেছিল।

নিউজিল্যান্ড সুপার-১২ এর প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে এ বারের টুর্নামেন্ট শুরু করেছিল।

2 / 6
বাবর আজমদের বিরুদ্ধে হারার পর, সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির ভারতকে হারিয়ে জয়ে ফিরেছিল কিউয়িরা। ওই ম্যাচে ৮ উইকেটে ভারতকে হারান উইলিয়ামসনরা।

বাবর আজমদের বিরুদ্ধে হারার পর, সুপার-১২ এর দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির ভারতকে হারিয়ে জয়ে ফিরেছিল কিউয়িরা। ওই ম্যাচে ৮ উইকেটে ভারতকে হারান উইলিয়ামসনরা।

3 / 6
সুপার-১২ এর তৃতীয় ম্যাচে মার্টিন গাপ্টিলদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। ১৬ রানে স্কটদের হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

সুপার-১২ এর তৃতীয় ম্যাচে মার্টিন গাপ্টিলদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। ১৬ রানে স্কটদের হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

4 / 6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এবং টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক হয়ে যায় উইলিয়ামসনদের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয়। এবং টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক হয়ে যায় উইলিয়ামসনদের।

5 / 6
৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কিউয়িরা সুপার-১২ এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে সেমিফাইনালে পৌঁছে যায়।

৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কিউয়িরা সুপার-১২ এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের স্বপ্নভঙ্গ করে সেমিফাইনালে পৌঁছে যায়।

6 / 6
আবু ধাবিতে মর্গ্যানের ইংল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

আবু ধাবিতে মর্গ্যানের ইংল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

Next Photo Gallery