সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে 658 মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। চিনে 1020 মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর হওয়ায়, ভারত সেদেশের কাছে পিছিয়ে পড়েছে।
ভারতে এই ওয়েব সার্ফারগুলি ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা উভয়ের মাধ্যমেই ওয়েবের সঙ্গে যুক্ত। তবে এর অর্থ এই নয় যে ভারতীয়রা দ্রুত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছে। ওকলার একটি নতুন প্রতিবেদনে ভারতকে বলা হয়েছে যে, মোবাইল ডেটা স্পিডের সাম্প্রতিক উন্নতি সত্ত্বেও, ডেটা স্পিডের জন্য শীর্ষ 100 টি দেশের মধ্যে ভারত এখনও স্থান পায়নি।
ভারত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তালিকায় আট ধাপ উঠে এসেছে। দেশের বর্তমান স্থান 113 তম থেকে 105-এ উঠে এসেছে। এই সময়, ভারতের গড় মোবাইল ডেটার স্পিডে 16.50 mbps থেকে 18.26 mbps-এ উঠে এসেছে।
ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে প্রাপ্ত তথ্যে আরও দেখা গিয়েছে যে, ভারত 79 তম থেকে 80 তম স্থানে চলে গিয়েছে, তবে দেশে মিডিল ডাউনলোডের গতি অক্টোবরে 48.78 থেকে নভেম্বরে 49.09 এমবিপিএসে সামান্য বৃদ্ধি পেয়েছে।
22.27 mbps-এর গড় ডেটা গতি নিয়ে বর্তমানে ভারতের দ্রুততম ইন্টারনেট শহর মুম্বই, যা বিশ্বব্যাপী শহর ব়্য়াঙ্কিংয়ের মধ্যে প্রথম স্থানে রয়েছে। 22.23 এমবিপিএস-এর গড় গতি নিয়ে 112 তম স্থানে রয়েছে দিল্লি। মুম্বাইয়ের (47.24 এমবিপিএস) তুলনায় (66.19 এমবিপিএস) উচ্চতর অবস্থানে রয়েছে দিল্লি।
আগামী কয়েক মাসের মধ্যে ভারতের গড় মোবাইল ডেটার গতি বাড়তে চলেছে কারণ দেশের আরও বেশি সংখ্যক অঞ্চল দ্রুত 5G নেটওয়ার্ক-এর সুবিধা পাবে। বর্তমানে, এয়ারটেল 5G প্লাস এবং জিও 5G উভয় পরিষেবাই ব্যবহারকারীরা পাবেন। 4G ডেটার দামেই 5G ডেটা পাবেন।