PV Sindhu: হাতে আইসক্রিম, মুখে চওড়া হাসি পিভি সিন্ধুর
ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu) বরাবরই প্রিয় আইসক্রিম (Ice cream)। কিন্তু খেলার জন্য ফিট থাকতে হবে বলে প্রিয় জিনিসটা সব সময় খাওয়া হয়ে ওঠে না। বলা ভালো বিভিন্ন টুর্নামেন্টের জন্য ইচ্ছে করেই আইসক্রিমের সঙ্গে দূরত্ব তৈরি করে রাখেন। তবে এ বার টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে ফিরেই হায়দরাবাদী শাটলার মজেছেন নিজের প্রিয় আইসক্রিমে। নিজেই শেয়ার করেছেন সেই ছবি ফেসবুকে। পছন্দের জিনিস পেলে হাসি ফুটে উঠবে এটাই স্বাভাবিক। তাই হাতে আইসক্রিম নিয়ে চওড়া হাসি ফুটে উঠেছে সিন্ধুর মুখেও। দেখে নিন সিন্ধুর পোস্ট করা ছবিগুলি...
Most Read Stories