Cannes 2022: কানের লাল গালিচায় কারা হাঁটছেন ভারত থেকে, দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 13, 2022 | 12:33 PM

Cannes 2022: এবারের কানে জুরি মেম্বার হয়ে ভারতের প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন।

1 / 7
এবারের কানে জুরি মেম্বার হয়ে ভারতের প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন।

এবারের কানে জুরি মেম্বার হয়ে ভারতের প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন।

2 / 7
এবার কানের রেড কার্পেটে হাঁটবেন আর মাধবন। তাঁর নতুন ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' প্রিমিয়ার করবে সেখানেই।

এবার কানের রেড কার্পেটে হাঁটবেন আর মাধবন। তাঁর নতুন ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' প্রিমিয়ার করবে সেখানেই।

3 / 7
ভারত থেকে কানের রেড কার্পেটে হাঁটবেন পূজা হেগরে।

ভারত থেকে কানের রেড কার্পেটে হাঁটবেন পূজা হেগরে।

4 / 7
ফেস্টিভ্যালের অংশ হবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও।

ফেস্টিভ্যালের অংশ হবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও।

5 / 7
অভিনয়ের দিক থেকে নওয়াজ উদ্দিন সিদ্দিকি কোনও দিন তাঁর ভক্তদের নিরাশ করেননি। তাঁর অনবদ্য উপস্থাপনায় পরতে-পরতে জড়িয়ে থাকা কেবল প্রশংসাই খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। তা বলে বিতর্কের হাত থেকে রেহাই নেই।

অভিনয়ের দিক থেকে নওয়াজ উদ্দিন সিদ্দিকি কোনও দিন তাঁর ভক্তদের নিরাশ করেননি। তাঁর অনবদ্য উপস্থাপনায় পরতে-পরতে জড়িয়ে থাকা কেবল প্রশংসাই খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়। তা বলে বিতর্কের হাত থেকে রেহাই নেই।

6 / 7
এ আর রেহমানকেও হাঁটতে দেখা যাবে এবারের কানের লাল কার্পেটে।

এ আর রেহমানকেও হাঁটতে দেখা যাবে এবারের কানের লাল কার্পেটে।

7 / 7
এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।

এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।

Next Photo Gallery