AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandesh Jhingan-Ivanka Pavlova: রাশিয়ান বান্ধবী ইভাঙ্কার সঙ্গে বিয়ে সেরে নিলেন সন্দেশ

রাশিয়ান বান্ধবী ইভাঙ্কা পাভলোভার (Ivanka Pavlova) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। বেশ কিছুদিন ধরে চুটিয়ে প্রেম করার পর চারহাত এক হল। তবে কোনওদিনই তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। বরং তাঁদের সোশ্যাল মিডিয়ায় ওয়াল জুড়ে রয়েছে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কোলাজ। এবং সেই সোশ্যাল মিডিয়াতেই দু'জনের ছবি পোস্ট করে দু'জনেই এই সুখবর জানিয়েছেন।

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 12:16 PM
Share
এই ইন্দো-রুশ জুটি নিয়ে বেশ কিছুদিন ধরেই ফুটবলমহলে আলোচনা চলছিল।

এই ইন্দো-রুশ জুটি নিয়ে বেশ কিছুদিন ধরেই ফুটবলমহলে আলোচনা চলছিল।

1 / 4
অবশেষে অপেক্ষার অবসান হল। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইভাঙ্কা পাভলোভার (Ivanka Pavlova) ও সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।

অবশেষে অপেক্ষার অবসান হল। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইভাঙ্কা পাভলোভার (Ivanka Pavlova) ও সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।

2 / 4
সন্দেশ ও ইভাঙ্কা কোনদিনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। দু'জনের সোশ্যাল মিডিয়া জুড়ে এই হ্যাপেনিং কাপলের ছবি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভর্তি।

সন্দেশ ও ইভাঙ্কা কোনদিনই তাঁদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। দু'জনের সোশ্যাল মিডিয়া জুড়ে এই হ্যাপেনিং কাপলের ছবি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভর্তি।

3 / 4
টুইটারে এই ছবি পোস্ট করেই সন্দেশ তাঁর বিয়ের খবর সকলকে জানিয়েছেন।

টুইটারে এই ছবি পোস্ট করেই সন্দেশ তাঁর বিয়ের খবর সকলকে জানিয়েছেন।

4 / 4