Netaji Subhas Chandra Bose: রোজ নিয়ম করে ব্যাডমিন্টন খেলতে নামতেন সুভাষচন্দ্র বসু!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 23, 2023 | 5:32 PM
Badminton: আজ, ২৩ জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৬ তম জন্মবার্ষিকী। ইংরেজ শাসনের নাগপাশ থেকে ভারতে মুক্ত করার পিছনে সুভাষচন্দ্র বসুর অবদান কখনও ভোলার নয়। সুভাষকে নিয়ে একাধিক তথ্য জানা থাকলেও, অনেকেই জানেন না খেলাধূলার প্রতি তাঁর কতটা টান ছিল। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।
1 / 8
জানকীনাথ বসু ও প্রভাবতীদেবীর চৌদ্দ সন্তানের মধ্যে নবম ছিলেন সুভাষচন্দ্র বসু। ছেলেবেলা থেকেই খেলাধূলার প্রতি উৎসাহিত করতেন তাঁর মা-বাবা। (ছবি-টুইটার)
2 / 8
সুভাষ নিজেও খেলতে ভালোবাসতেন। সুভাষচন্দ্র বসুর দেশ প্রেমের কথা সকলেরই জানা। তাঁর খেলার প্রতি ভালোবাসার বিষয়টি অনেকেই জানেন না। (ছবি-টুইটার)
3 / 8
ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৬ তম জন্মবার্ষিকীতে রইল তাঁর প্রিয় খেলা নিয়ে কিছু তথ্য। সুভাষের প্রিয় খেলা ছিল ব্যাডমিন্টন (Badminton)। (ছবি-টুইটার)
4 / 8
ব্রিটিশ সেনার গোয়েন্দা কর্মকর্তা হিউ টয় তাঁর বই 'নেতাজি সুভাষ চন্দ্র বোস স্প্রিং টাইগার' বইয়ে জানিয়েছেন, সুভাষ প্রায় নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন। (ছবি-টুইটার)
5 / 8
হিউ টয় তাঁর বইয়ে জানিয়েছেন, কয়েকটি জিনিসের প্রতি আসক্তি ছিল সুভাষের। তার মধ্যে অন্যতম ছিল ব্যাডমিন্টন। (ছবি-টুইটার)
6 / 8
এসএ আইয়ার তাঁর বই 'আনটু হিম এ উইটনেস'-এ লিখেছেন, সুভাষ ঘণ্টার পর ঘণ্টা ঘরে ব্যাডমিন্টন খেলেও ক্লান্ত হতেন না, এতটাই নেশা ছিল তাঁর। (ছবি-টুইটার)
7 / 8
এসএ আইয়ার তাঁর বইয়ে উল্লেখ করেছেন, সিঙ্গাপুরে থাকাকালীন দুপুর ২টো নাগাদ মধ্যাহ্নভোজন সারতেন সুভাষ। এর পর ৩টে নাগাদ তিনি এসএ আইয়ার ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল রাজুকে ব্যাডমিন্টন খেলার জন্য তৈরি হতে বলতেন। (ছবি-টুইটার)
8 / 8
বিকেল ৩টে থেকে নেতাজি ব্যাডমিন্টন খেলা শুরু করতেন। এসএ আইয়ার তাঁর বইয়ে জানিয়েছেন, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেলেও সুভাষচন্দ্র ব্যাডমিন্টন খেলা থামাত না। অন্ধকারে শাটলকক আর দেখা না গেলে তবেই খেলা থামাতেন সুভাষ। (ছবি-পিটিআই)