পবনদীপ রাজন- ইন্ডিয়ান আইডলের এই সিজনে তিনি পরিচিত মুখ। অরুণিতার সঙ্গে তাঁর প্রেমের কাহিনীতে উত্তাল ওই রিয়ালিটি শো'র মঞ্চ। তাঁরা যদিও দাবি করেন, নিছকই বন্ধুত্ব। ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন রিয়ালিতি শো'টি শেষ হওয়ার আগেই তাঁর কাছে রয়েছে বলিউডের অফার। ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে অরুণিতার সঙ্গে এক ডুয়েট গেয়ে ফেলেছেন তিনি। খুব শীঘ্রই সেটি মুক্তি পাবে।