Bangla News Photo gallery Indian pacer Umran Malik and Shivam Mavi can big factor for Team India in 2nd T20 against Sri Lanka
Umran Malik-Shivam Mavi: লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেও বড় ফ্যাক্টর হতে পারে শিবম-উমরান জুটি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 05, 2023 | 9:00 AM
IND vs SL: নতুন বছরে নতুন আঙ্গিকে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। আজ, ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার পুনের এমসিএ স্টেডিয়ামে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার ভারত। প্রথম ম্যাচের মতো, দ্বিতীয় টি২০ ম্যাচেও ভারতের মূল অস্ত্র হতে পারে শিবম মাভি-উমরান মালিক জুটি।
1 / 6
দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মুহূর্তে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে হার্দিক পান্ডিয়ার ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লঙ্কানদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দাপট দেখিয়েছিল শিবম মাভি-উমরান মালিক জুটি। (ছবি-পিটিআই)
2 / 6
চরিথ আসালঙ্কাদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেও বড় ফ্যাক্টর হতে পারে শিবম-উমরান জুটি। দাসুন শানাকাদের বিরুদ্ধে ২০২৩ সালের প্রথম টি২০ ম্যাচে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক হয় শিবম মাভির (Shivam Mavi)। টি২০ ডেবিউ ম্যাচে মাভিকে যোগ্য সঙ্গ দেন ভারতের পেস সেনসেশন উমরান। (ছবি-পিটিআই)
3 / 6
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে, ২২ রান দিয়ে মোট চার উইকেট তুলে নেন শিবম মাভি। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছেন মাভি। ফলে ক্রিকেট মহল মনে করছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে সুযোগ পেলে ফের দাপট দেখানোর চেষ্টা করবেন মাভি। (ছবি-পিটিআই)
4 / 6
জম্মু-কাশ্মীরের তারকা পেসার উমরান মালিক (Umran Malik) যখনই মাঠে নামেন গতির ঝড় তোলেন। মাঝে মধ্যে ভেঙে ফেলেন বেশ কিছু রেকর্ডও। যেমনটা তিনি করেছেন দাসুন শানাকাদের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজের প্রথম ম্যাচে। (ছবি-পিটিআই)
5 / 6
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে চার ওভারের কোটায় মোট ২৭ রান দিয়ে দু'টি উইকেট তুলে নেন উমরান মালিক। তিনি নিজের স্পেলে ১৫৫ কিমি প্রতি ঘণ্টায় বল করেছেন। ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ (৩ জানুয়ারি) ম্যাচ হওয়ার আগে অবধি ভারতীয়দের মধ্যে দ্রুততম ডেলিভারির রেকর্ড ছিল জসপ্রীত বুমরার ঝুলিতে। এর আগে ১৫৩.৩৬ কিমি প্রতি ঘণ্টায় বল করার রেকর্ড গড়েছিলেন বুমরা। আপাতত বুমরা এখন নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। (ছবি-পিটিআই)
6 / 6
বছর তেইশের উমরান ২০২৩-এর শুরুতেই জাতীয় দলে সুযোগ পেয়ে, তার সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। এখনও অবধি তিনি দেশের জার্সিতে মাত্র ৪টি টি২০ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তাতে তিনি নিয়েছেন ৪টি উইকেট। পুনের এমসিএ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে সুযোগ পেলে, ফের সেটা কাজে লাগাবেন উমরান। এমনটাই বলছে ক্রিকেট মহল। (ছবি-পিটিআই)