AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ : প্রথম পর্ব

২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা। লকডাউনে বাড়িতে বসেই ওয়েব সিরিজের স্বাদ নিয়েছেন দর্শক। সেরকমই ৯টি জনপ্রিয় ওয়েব সিরিজ এই গ্যালারির প্রথম পর্বে রাখল TV9 বাংলা ডিজিটাল।

| Updated on: Dec 29, 2020 | 8:27 PM
Share
জয়দীপ আলাহওয়াত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, গুল পানাগ, নীরাজ কবি অভিনীত ‘পাতাল লোক’ ২০২০ সালের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ। অনুষ্কা শর্মার ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর প্রযোজনায় তৈরি সিরিজে জনতন্ত্রের ৪টি স্তম্ভকে তুলে ধরা হয়। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা সিরিজ, সেরা অভিনেতা, সেরা মৌলিক গল্প, সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালনার পুরস্কার জিতে নেয় ‘পাতাল লোক’। শুধু তাই নয়, ‘হাথোড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে কাস্টিং ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা হিসেবে নজরে আসেন।

জয়দীপ আলাহওয়াত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, গুল পানাগ, নীরাজ কবি অভিনীত ‘পাতাল লোক’ ২০২০ সালের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ। অনুষ্কা শর্মার ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর প্রযোজনায় তৈরি সিরিজে জনতন্ত্রের ৪টি স্তম্ভকে তুলে ধরা হয়। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা সিরিজ, সেরা অভিনেতা, সেরা মৌলিক গল্প, সেরা চিত্রনাট্য ও সেরা পরিচালনার পুরস্কার জিতে নেয় ‘পাতাল লোক’। শুধু তাই নয়, ‘হাথোড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে কাস্টিং ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা হিসেবে নজরে আসেন।

1 / 9
১৯৯২ সালের ভারতীয় শেয়ার বাজারের কেলেঙ্কারি নিয়ে সিরিজের গল্প। যে কেলেঙ্কারিতে জড়িত ছিলেন ভারতের স্টক ব্রোকার হর্ষদ মেহেতা স্বয়ং। একই বছরে প্রকাশিত সাংবাদিক সুচেতা দালাল ও দেবাশিস বসুর লেখা বই ‘দ্য স্ক্যাম : হু ওয়ান, হু লস্ট, হু গট অ্যাওয়ে’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক হানসাল মেহেতা তৈরি করেছেন এই ওয়েব সিরিজ। অভিনয় করেছেন প্রতীক গান্ধী, শ্রেয়া ধন্নন্তরী, হেমন্ত খের এবং নিখিল দ্বিবেদী। প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট।

১৯৯২ সালের ভারতীয় শেয়ার বাজারের কেলেঙ্কারি নিয়ে সিরিজের গল্প। যে কেলেঙ্কারিতে জড়িত ছিলেন ভারতের স্টক ব্রোকার হর্ষদ মেহেতা স্বয়ং। একই বছরে প্রকাশিত সাংবাদিক সুচেতা দালাল ও দেবাশিস বসুর লেখা বই ‘দ্য স্ক্যাম : হু ওয়ান, হু লস্ট, হু গট অ্যাওয়ে’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক হানসাল মেহেতা তৈরি করেছেন এই ওয়েব সিরিজ। অভিনয় করেছেন প্রতীক গান্ধী, শ্রেয়া ধন্নন্তরী, হেমন্ত খের এবং নিখিল দ্বিবেদী। প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট।

2 / 9
‘দ্য ভাইরাল ফিভার’এর প্রযোজনায় তৈরি ‘পঞ্চায়েত’ সিরিজটি লকডাউনের সময় মন কেড়ে নেয় দর্শকের। অল্প বয়সী এক ইঞ্জিনিয়ারের গল্প বলে এই কমেডি ড্রামা। পঞ্চায়েত সচিব হিসেবে তাকে বদলি করা হয় উত্তরপ্রদেশের প্রত্যেন্ত গ্রাম ফুল্লেরায়। একদিকে শহুরে আদপ কায়দায় বেড়ে ওঠা, অন্যদিকে গ্রামীন জীবনযাত্রা, কীভাবে সেই তরুণ সবের সঙ্গে অভ্যস্থ হয়ে ওঠে, সেই নিয়েই সিরিজ। দীপক কুমার মিশ্রা পরিচালিত ‘পঞ্চায়েত’এ মুখ্য চরিত্রে অভিনয় করেন জীতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্ত এবং বিশ্বপতী সরকার।

‘দ্য ভাইরাল ফিভার’এর প্রযোজনায় তৈরি ‘পঞ্চায়েত’ সিরিজটি লকডাউনের সময় মন কেড়ে নেয় দর্শকের। অল্প বয়সী এক ইঞ্জিনিয়ারের গল্প বলে এই কমেডি ড্রামা। পঞ্চায়েত সচিব হিসেবে তাকে বদলি করা হয় উত্তরপ্রদেশের প্রত্যেন্ত গ্রাম ফুল্লেরায়। একদিকে শহুরে আদপ কায়দায় বেড়ে ওঠা, অন্যদিকে গ্রামীন জীবনযাত্রা, কীভাবে সেই তরুণ সবের সঙ্গে অভ্যস্থ হয়ে ওঠে, সেই নিয়েই সিরিজ। দীপক কুমার মিশ্রা পরিচালিত ‘পঞ্চায়েত’এ মুখ্য চরিত্রে অভিনয় করেন জীতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্ত এবং বিশ্বপতী সরকার।

3 / 9
চার বন্ধুর গল্প। তাদের জীবনের উথালপাতালের গল্প নিয়ে ২০১৯ সালে পরিচালক অনু মেনন তৈরি করেন ‘ফোর মোর শর্টস’। সিরিজের জনপ্রিয়তা এতটাই, যে বছর ঘরতে না-ঘুরতেই সিজন টু তৈরি হয়। পরিচালক এক, চরিত্ররাও এক। আগের সিজন যেখানে শেষ হয়, পরের সিজনটি সেখান থেকেই শুরু। দামিনী রিজ়ভি রায়, উমাঙ্গ, অঞ্জনা মেনন, সিদ্ধির বন্ধুত্বের নতুন রসায়নে ফের মুগ্ধ দর্শক। অভিনয় করেন সায়নী গুপ্ত, বানি জে, কীর্তি কুলহারি, মানবী গাগরু।

চার বন্ধুর গল্প। তাদের জীবনের উথালপাতালের গল্প নিয়ে ২০১৯ সালে পরিচালক অনু মেনন তৈরি করেন ‘ফোর মোর শর্টস’। সিরিজের জনপ্রিয়তা এতটাই, যে বছর ঘরতে না-ঘুরতেই সিজন টু তৈরি হয়। পরিচালক এক, চরিত্ররাও এক। আগের সিজন যেখানে শেষ হয়, পরের সিজনটি সেখান থেকেই শুরু। দামিনী রিজ়ভি রায়, উমাঙ্গ, অঞ্জনা মেনন, সিদ্ধির বন্ধুত্বের নতুন রসায়নে ফের মুগ্ধ দর্শক। অভিনয় করেন সায়নী গুপ্ত, বানি জে, কীর্তি কুলহারি, মানবী গাগরু।

4 / 9
প্রকাশ ঝা পরিচালিত ও ববি দেওল অভিনীত ‘আশ্রম’ সিরিজটি এক ধর্মগুরুর দুর্নীতির গল্প বলে। উঠে আসে দেশ ও দশের কাহিনি। সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অদিতি পোহানকর, ত্রিধা চৌধুরী, তুষার পাণ্ডের মতো অভিনেতারা। সিরিজের প্রত্যেক এপিসোড দুর্নীতি পরায়ণ বাবা নির্মলের (ববি দেওল) কুকীর্তি ফাঁস করে।

প্রকাশ ঝা পরিচালিত ও ববি দেওল অভিনীত ‘আশ্রম’ সিরিজটি এক ধর্মগুরুর দুর্নীতির গল্প বলে। উঠে আসে দেশ ও দশের কাহিনি। সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন চন্দন রায় সান্যাল, দর্শন কুমার, অদিতি পোহানকর, ত্রিধা চৌধুরী, তুষার পাণ্ডের মতো অভিনেতারা। সিরিজের প্রত্যেক এপিসোড দুর্নীতি পরায়ণ বাবা নির্মলের (ববি দেওল) কুকীর্তি ফাঁস করে।

5 / 9
একদিকে ভারতীয় বন্দিশ। অন্যদিকে পপ গান। দুটি মিলেমিশে গেলে কেমন হয়? সেই উত্তরই দিয়েছে এই ওয়েব সিরিজ। আর মিলিয়েছেন সিরিজের নায়ক-নায়িকা। অর্থাৎ, ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। ছবিতে শাস্ত্রীয় সংগীতের গুরুজির চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ। ছিলেন অতুল কুলকার্নিও। সিরিজের ইউএসপি ছিল গান।

একদিকে ভারতীয় বন্দিশ। অন্যদিকে পপ গান। দুটি মিলেমিশে গেলে কেমন হয়? সেই উত্তরই দিয়েছে এই ওয়েব সিরিজ। আর মিলিয়েছেন সিরিজের নায়ক-নায়িকা। অর্থাৎ, ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী। ছবিতে শাস্ত্রীয় সংগীতের গুরুজির চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ। ছিলেন অতুল কুলকার্নিও। সিরিজের ইউএসপি ছিল গান।

6 / 9
পঙ্কজ ত্রিপাঠী, বিক্রান্ত মাসি, আলি ফাজল, কুলভূষণ খারবান্দা, ফারিদা জালাল, শ্বেতা ত্রিপাঠী রাসিকা দুগ্গাল অভিনীত ‘মিরজ়াপুর টু’ প্রথম সিজনের রেশ টেনেছে। মিরজ়াপুর কার দখলে যাবে, সেই লড়াইয়ে ক্লাইম্যাক্সের টানটান ভাবে দর্শকের মন মজেছে। যে কারণে সিরিজের তৃতীয় সিজন তৈরি হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

পঙ্কজ ত্রিপাঠী, বিক্রান্ত মাসি, আলি ফাজল, কুলভূষণ খারবান্দা, ফারিদা জালাল, শ্বেতা ত্রিপাঠী রাসিকা দুগ্গাল অভিনীত ‘মিরজ়াপুর টু’ প্রথম সিজনের রেশ টেনেছে। মিরজ়াপুর কার দখলে যাবে, সেই লড়াইয়ে ক্লাইম্যাক্সের টানটান ভাবে দর্শকের মন মজেছে। যে কারণে সিরিজের তৃতীয় সিজন তৈরি হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

7 / 9
সুম্মিতা সেনের প্রথম ওয়েব সিরিজ। বলা ভালো, অনেকদিন পর দর্শকও সুস্মিতাকে দেখলেন ‘আরিয়া’র মাধ্যমেই। ডাচ ড্রামা ‘পেনোজা’কে পুনরায় তৈরি করেছেন রাম মাহদেবনী, সন্দীপ মোদী এবং বিনোদ রাওয়াত। এই ক্রাইম ড্রামায় সুস্মিতার পারফরম্যান্স সকলকে মুগ্ধ করে। অনেকদিন পর দেখা যায় চন্দ্রচূড় সিংকেও।

সুম্মিতা সেনের প্রথম ওয়েব সিরিজ। বলা ভালো, অনেকদিন পর দর্শকও সুস্মিতাকে দেখলেন ‘আরিয়া’র মাধ্যমেই। ডাচ ড্রামা ‘পেনোজা’কে পুনরায় তৈরি করেছেন রাম মাহদেবনী, সন্দীপ মোদী এবং বিনোদ রাওয়াত। এই ক্রাইম ড্রামায় সুস্মিতার পারফরম্যান্স সকলকে মুগ্ধ করে। অনেকদিন পর দেখা যায় চন্দ্রচূড় সিংকেও।

8 / 9
আরও একটি ওয়েব সিরিজে অভিষেক বচ্চনের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। মায়াঙ্ক শর্মা পরিচালিত এই সিরিজটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। সেখানে মুখ্যচরিত্রে অভিষেক। তাঁকে দেখা যায় দ্বৈত পরিচিতির এক ব্যক্তির চরিত্রে। অমিত সাধ ও নিত্যা মেনন অভিনয় করেছেন সিরিজে।

আরও একটি ওয়েব সিরিজে অভিষেক বচ্চনের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। মায়াঙ্ক শর্মা পরিচালিত এই সিরিজটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। সেখানে মুখ্যচরিত্রে অভিষেক। তাঁকে দেখা যায় দ্বৈত পরিচিতির এক ব্যক্তির চরিত্রে। অমিত সাধ ও নিত্যা মেনন অভিনয় করেছেন সিরিজে।

9 / 9