ভারতীয় ক্রিকেটে শুরু মিতালি পরবর্তী অধ্যায়। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ । তারপরই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছল দেশের প্রমীলা বাহিনী। অর্থনৈতিক সমস্যায় যুঝতে থাকা দ্বীপরাষ্ট্রে তিনটি ওয়ানডে এবং সমসংখ্যক টি-২০ সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানারা।