অরিজিৎ দে
Oct 25, 2021 | 7:36 PM
রবিবার, দ্বিতীয় দফার মহড়া জন্য সমুদ্রে নামল দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত (INS Vikrant)। আগামী বছরের অগাস্টে ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আইএনএস বিক্রান্তের। অগস্টে, ৪০ হাজার টন ওজনের ভারতে নির্মিত সবচেয়ে বড় বিমানবাহী রণতরী সাফল্যের সঙ্গে পাঁচ দিনের প্রথম সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে। ছবি: টুইটার
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে অগাস্টের সমুদ্রযাত্রার মহড়াতে আএনএস বিক্রান্তের পরীক্ষা নিরীক্ষা সন্তুষ্ট ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা। নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন রবিবার, দ্বিতীয় পর্যায়ের সমুদ্র পরীক্ষার জন্য কোচি (Kochi) থেকে রওনা হয়েছে দেশীয় বিমানবাহী রণতরী বিক্রান্ত। ছবি: টুইটার
আইএনএস বিক্রান্ত নামের এই যুদ্ধ জাহাজটি প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। নৌবাহিনী সেনা বাহিনীতে এই যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তির ফলে সামরিক ক্ষেত্রে দেশে শক্তি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। যুদ্ধজাহাজটি মিগ ২৯ কে, কামোভ ৩১ হেলিকপ্টার, এমএইচ ৬০ আর হেলিকপ্টার ওঠানামা করতে পারবে। ছবি: টুইটার
নৌবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এটিতে ২ হাজার ৩০০ টিরও বেশি বগি রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৭০০ জন থাকতে পারবেন। মহিলা অফিসারদের থাকার জন্য বিশেষ কেবিন রয়েছে। ছবি: টুইটার
নৌসেনা সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ প্রযুক্তিতে নির্মিত যুদ্ধ বিমানটি ২৬২ মিটার লম্বা, ৬২ মিটার চওড়া এবং এর উচ্চতা ৫৯ মিটার। ২০০৯ সালে আইএনএস বিক্রান্ত নির্মাণের কাজ শুরু হয়। কোচি শিপইয়ার্ড লিমিটেড এই জাহাজটি তৈরি করেছে। বর্তমানে ভারতের আইএনএস বিক্রমাদিত্য (INS Vikramaditya) নামের একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ রয়েছে। ছবি: টুইটার