Winter Travel Destinations: আপনি কি ইনস্টাগ্রাম ব্লগার? তবে শীতকালে এই ৫ জায়গা না ঘুরলেই মিস!

TV9 Bangla Digital | Edited By: aryama das

Oct 26, 2021 | 11:14 AM

আপনি যদি ইনস্টাগ্রাম ব্লগার হন, সেক্ষেত্রে এই শীতে ভারতের এই ৫ অফবিট জায়গা কিছুতেই মিস করবেন না...

1 / 5
গুলমার্গ:
শীতকালে এই পাহাড়ি শহরকে স্বপ্নের মতো দেখতে লাগে। যদিো আপনি সারাবছর এখানে যেতেই পারেন। বরফে জমে যাওয়া হ্রদ, গ্লেসিয়ার, গাছের গায়ে জমে থাকা বরফে আপনি এক অন্যরকম মোহ খুঁজে পাবেন।

গুলমার্গ: শীতকালে এই পাহাড়ি শহরকে স্বপ্নের মতো দেখতে লাগে। যদিো আপনি সারাবছর এখানে যেতেই পারেন। বরফে জমে যাওয়া হ্রদ, গ্লেসিয়ার, গাছের গায়ে জমে থাকা বরফে আপনি এক অন্যরকম মোহ খুঁজে পাবেন।

2 / 5
কচ্ছের রন:
আকাশের নীচে তারা গোনার স্বপ্ন দেখেন আপনি?তাহলে বিস্তির্ণ মরুভূমির দেশ কচ্ছের রনে চলে যান এই শীতে। শীতকালেই জনপ্রিয় রন উৎসব হয় এখানে, কিছুতেই মিস করবেন না আপনি।

কচ্ছের রন: আকাশের নীচে তারা গোনার স্বপ্ন দেখেন আপনি?তাহলে বিস্তির্ণ মরুভূমির দেশ কচ্ছের রনে চলে যান এই শীতে। শীতকালেই জনপ্রিয় রন উৎসব হয় এখানে, কিছুতেই মিস করবেন না আপনি।

3 / 5
জয়সলমির:
শীতকাল একদম সঠিক সময় জয়সলমিরে বেড়াতে যাওয়ার জন্য। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ঘুরে আসুন এই জায়গায়। ঘোরা চড়ার অভিজ্ঞতা, মরুভূমি পরিদর্শন, বাইকিং সবকিছুর জন্যই এখানে আপনাকে আসতে হবে।

জয়সলমির: শীতকাল একদম সঠিক সময় জয়সলমিরে বেড়াতে যাওয়ার জন্য। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ঘুরে আসুন এই জায়গায়। ঘোরা চড়ার অভিজ্ঞতা, মরুভূমি পরিদর্শন, বাইকিং সবকিছুর জন্যই এখানে আপনাকে আসতে হবে।

4 / 5
তাওয়াঙ্গ:
শীতকালে অফবিট স্পটগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য জায়গা। অরুণাচল প্রদেশে বরফে ঢাকা এই জায়গাটি ট্রেকিং করার জন্য একেবারেই সঠিক জায়গা।

তাওয়াঙ্গ: শীতকালে অফবিট স্পটগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য জায়গা। অরুণাচল প্রদেশে বরফে ঢাকা এই জায়গাটি ট্রেকিং করার জন্য একেবারেই সঠিক জায়গা।

5 / 5
উদয়পুর:
'পূর্বের ভেনিস' বলা হয় উদয়পুরকে। উদয়পুর শহরের একটি নিজস্ব উদ্দিপনা রয়েছে। পর্যটকরা শীতকালের আবহাওয়াটা পছন্দ করে, তাই এইসময় এখানে খুব ভিড় হয়। লেক প্যালেস, জাগ মন্দির, লেক পিছোলা ও আরও পর্যটনকেন্দ্রে প্রতি শীতে বহু পর্যটক আসে।

উদয়পুর: 'পূর্বের ভেনিস' বলা হয় উদয়পুরকে। উদয়পুর শহরের একটি নিজস্ব উদ্দিপনা রয়েছে। পর্যটকরা শীতকালের আবহাওয়াটা পছন্দ করে, তাই এইসময় এখানে খুব ভিড় হয়। লেক প্যালেস, জাগ মন্দির, লেক পিছোলা ও আরও পর্যটনকেন্দ্রে প্রতি শীতে বহু পর্যটক আসে।

Next Photo Gallery